নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
স্বধীনতা যুদ্ধের কারণে পাকিস্তানকে সব সময়ই আমরা এড়িয়ে চলি। তবু কিছু কথা ভাবনার সৃষ্টি করে। ইমরান খানের পরাজয়ের পরবর্তীতে যে বিষয়গুলো উদ্বেগের...
★অনেকটা আমেরিকা ঘেষা পররাষ্ট্রনীতি হওয়ার সম্ভাবনা।
★ইমরান খান মুসলিম দেশের মধ্যে ঐক্য তৈরীতে চেষ্টা করেছিলো, যা কন্টিনিউ না থাকার সম্ভাবনা অনেক বেশি।
★
ইমরান খান ক্ষমতায় আসার পর যা চোখে পড়ার মতো ছিলোঃ
★৭১ 'র জন্য ক্ষমা চাওয়ার বিল পাক সংসদে উত্থান।
★ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা।
★আফগান যুদ্ধে আমেরিকার পক্ষ গ্রহণ করেনি। আবার আফগানিস্তানকেও সরাসরি সাপোর্ট করেনি।
★অর্থনৈতিক ভাবে দূর্বল পাকিস্তানের উন্নয়নের জন্য প্রতিবেশি চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করেছে।
এছাড়াও মুসলিম দেশ হিসেবে, তুরস্ক, ইরান, সৌদিআরব ও কাতারের সাাথে সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নিয়েগেছে।
অন্য দিকে চ্যালেন্জিং যেটা হয়েছে, আমেরিকার সাথে সম্পর্ক কমিয়ে রাশিয়া ব্লকে ঢুকা। যা আমেরিকার মাথা ব্যাথার কারণ। ফলাফল যা হবার তাই হলো।
এর থেকে বড় যে সমস্যা মনে হচ্ছে। তা হলোঃ
★আফগান সিমান্তে বিমান হামলা, যা দু'দেশের সম্পর্কের অবনতি ঘটাতে পারে।
★ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি হতে পারে।
★অর্থনৈতিক উন্নয়নের গতি মন্থর হতে পারে।
আর,★ আমেরিকা যেখানে ব্যর্থ হয়েছে তথা আফগানের দমনে পাকিস্তান সেনাবাহিনী ও পাক ভুখন্ড ব্যবহার হতে পারে। যার ফল কখনোই সুখকর হবে না।
বিশেষত , দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পাকিস্তানের রাজনীতির প্রভাব অনেক বেশি
২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩২
সামিউল ইসলাম বাবু বলেছেন: তারা যাই করুক আর না করুক, তারা পরমানু শক্তিধর এবং মুসলিম এটাই মূল সমস্যা। আর এশিয়ায় সমস্যা করার জন্য বর্তমান পাক সরকার আমেরিকার পোশা কুত্তার ভূমিকায় থাকবে বলে মনে হচ্ছে...
২| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৫
পাউডার বলেছেন: মারখোরের দল
২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাষাটা অপরিচিত
৩| ১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
সোবুজ বলেছেন: পাকিস্তানের নিজের কোন ভাব নেই।তার আবার প্রভাব থাকে কি ভাবে।
২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সময় অবস্থার প্রেক্ষিতে অনেক অখাদ্যও প্রিয় খাবারে রুপান্ত্রিত হয়
৪| ১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
জ্যাকেল বলেছেন: পাকি রাজনীতির বিরাট প্রভাব ভারতে আছে শ্রীলংকায়ও থাকতে পারে তবে এর বেশি আমি দেখি না। বাংলাদেশে সামান্য
২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: তবে আফগান, ইরান, কাশমির-ভারতে কমও হবে না..
যাহোক, খারাপ কিছু না হোক এটাই প্রত্যাশা
৫| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩২
রাজীব নুর বলেছেন: পাকিস্তানের প্রভাব অনন্ত আমাদের উপর নেই। তবে আমাদের দেশে পাকিস্তান মানসিকতার কিছু বদ লোক আছে।
২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: হতে পারে
৬| ২০ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:৫৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পাকিস্তানের কয়েকটি প্রভাব বাংলাদেশের উপর আছে - এখনো বাংলাদেশে সামন্তবাদী মানসিকতা রয়ে গেছে অনেকের মধ্যে যা পাকিস্তানিদের মধ্যে অধিকমাত্রায় দেখা যায়। আর বাংলাদেশের রাজনীতিবিদ-আমলাতন্ত্র এখনো পাকিস্তানের মতো দুর্নীতিগ্রস্থ।
২০ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪০
সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২১
বিটপি বলেছেন: পাকিরা কিছু আকামের জনসংখ্যা বাড়ানো ছাড়া দক্ষিণ এশিয়া বা বিশ্বের কোন উপকারে আসতে পারে বলে আমি বিশ্বাস করিনা।