নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
লুমাযাহ কারা? (সুরা হুমাযাহ)
.
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন, "আমি উচিৎ কথা বলতে কাউকে ছাড়ি না!
আমি উচিৎ কথা মুখের উপর বলে দেই"! আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড! যা মনে আসে তাই বলেন! গালাগাল সহ সরাসরি মুখের উপর সব বলে দেন! সব মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত! সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন! ইসলাম ধর্মে এটাকেই "লুমাযাহ" বলা হয়।
যে ব্যক্তি,
★ সরাসরি কাউকে লাঞ্চিত ও তুচ্ছ-তাচ্ছিল্য করে।
★ কাউকে তাচ্ছিল্য ভরে কোনকিছু নির্দেশ করে (আঙুল,চোখ, মাথা বা ভ্রু দ্বারা) ।
★ কারও অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যাঙ্গ করে।
★ কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে।
★ কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলে, অপমান করে।
★ কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে।
★ সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে।
★ কাউকে এমন কোনো কথা বললো যাতে আরেকজন কষ্ট পাবে।
★ অসন্মান করে কথা বললো।
.
উপরোক্ত ব্যক্তিরাই মূলতঃ "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত। আল্লহ্ সুবহানাহু ওয়া তা'আলা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন। নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্ক বাণী দিয়েছেন।
.
আল্লাহ তাদের প্রতি কঠোর লানত করেছেন। নবী (সাঃ) বলেছেন, "যার ভিতরে নম্রতা নেই, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত"।
.
আসুন, আমরা একটু নরম হই, একটু সহনশীল হই, অন্তরকে পরিশুদ্ধ করি। মনে রাখবেন- আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামাহ পেয়ে গেছেন। হয়তো আমিও লুমাজার অন্তর্ভুক্ত, তবে চেষ্টা করছি নিজেকে বাঁচাতে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ্ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমীন।
কপিপোস্টঃ
লিংকঃ
লেখার মূল কোন লিংক খুঁজে পায়নি।
১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: আমি লেখা চোর
১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: এই লেখার মূল কোন লেখক খুঁজে পায়নি। তবে লিংক যোগ করে দিলাম।
২| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৮
রানার ব্লগ বলেছেন: ইহা একটি কপি পেস্ট দোষে দুষ্ট পোস্ট।
https://m.facebook.com/permalink.php?story_fbid=129723069761532&id=107902175276955&locale=ms_MY&_rdr
২৬ শে জুলাই ২০২২ সালে এটস ফেইসবুকে প্রকাশ হয়। অবশ্য তাহাও কপি পেস্ট পোস্ট।
১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: দুঃখিত,
লেখাটি ভালোলাগায় কপিকরেছি। তবে মূল লেখক খুঁজে পায়নি।
লিংক যোগকরে দিলাম।
৩| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫২
সোনাগাজী বলেছেন:
বাংগালীদের থেকে বেদুইন সৃষ্টির কাজ চলছে বাংলাদেশে?
১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: এটা কোরআনের একটা সূরার আাংশিক ব্যাখ্যা।
৪| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৩
নতুন বলেছেন: আপনার লেখাটা পড়েই মনে হয়েছিলো কোথাও যেন আগে পড়েছিলাম.
১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: দুঃখিত আপু, ফেবুতে কপি মারতে মারতে ব্লগেও মেরে দিয়েছি।
লিংক যোগকরে দিলাম।
৫| ১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: হুম।
১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪২
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ
৬| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৮
নূর আলম হিরণ বলেছেন: হুম, এ ধরনের মানুষকে আমার খুবই অপছন্দ।
১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ দাদা
৭| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩০
খায়রুল আহসান বলেছেন: আশাকরি, অনতিবিলম্বে ব্লগে এসে ১ ও ২ নং মন্তব্যের আলোকে সূত্রোল্লেখ করতঃ ত্রুটিস্বীকার করে পোস্টে প্রয়োজনীয় সংশোধনীটুকু জুড়ে দিবেন এবং এ ধরণের অনৈ্তিক কাজ থেকে বাকি জীবন বিরত থাকবেন।
১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: দুঃখিত দাদা।
লিংক যোগকরে দিয়েছি।
পরামর্শটি গ্রহণ করলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।
৮| ১৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: কারও মধ্যে তিল পরিমান অহংকার থাকলে সে বেহেশতে যাবে না।
১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১১
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৮
জ্যাকেল বলেছেন: Click This Link
আপনে বলেন লেখাচোর কারা?