নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
জমকালো আলোর মাঝে
পৃথিবী মরিচীকা ময়,
হাজারো লোকের ভীড়ে
বড্ড একা কেও সাথী নয়।
২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: হ হাচা কইছেন!
২| ১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: ওকে।
২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাইয়া, পৃথিবীটা একটা গোলোকধাধার মতো। আপনি আপনার চারপাশে যাদেরকে দেখছেন তার কেওই আপনার আপন নয়। তারা আপনার থেকে সুবিধা পাচ্ছে তাই আপন হওয়ার ভান করছে। আসলে তারা আপন নয়। আপনি একটু বিপদে পড়েন এরাই আপনাকে ভুল বুঝবে।
এখন বলতে পারনে তাহলে কি আমি স্বার্থপরের মতো ব্যবহার করবো? না, ভালো ব্যবহার করাটা আমার আপনার দ্বায়িত্ব।
দিন শেষে আমি ছাড়া কেও আমার আপন নয়।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৯
সোনাগাজী বলেছেন:
আপনার যেই ধরণের মনোভাব, আপনার সাথী খুঁজে পাওয়া কষ্ট হবে।