নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত পৃথিবী

২৬ শে মে, ২০২৩ রাত ১২:০৫


পৃথিবী অদ্ভুত একটা জায়গা,বড় বিচিত্রময়। ভালো করলেও সমস্যা। আবার খারাপ করলেতো সমস্যা আছেই।
আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করিঃ-

ঘটনাটা আমাদের বাসার পাশের, মফিজ মিয়া(রুপক নাম)। এলাকায় সবাই চেনেন, ভদ্রলোক হিসেবে। কোন ঝামেলায় থাকেন না। ছেলে মেয়ে গুলোকে খুব কষ্ট করে মানুষ করেছেন। যাকে বলে তিলে তিলে গোড়ে তোলা। ছেলেগুলো পড়েছেন দেশের বড় বড় নাম করা বিশ্ববিদ্যালয়ে। নিসন্দেহে অনেক ভালো ওরা। কারও সাথে মারামারি দুরের কথা মন-মালিন্য হয়েছে বা মন খারাপ করে থেকেছে আমার জীবনে দেখিনি। দূর থেকে দেখলেই মিষ্টি করে হেসে ডেকে ওঠেন।

মূল কথায় আসি, এই সোনার টুকরো ছেলেরা দুই প্রতিবেশীর ঝামেলায় নিজেরা মামলা খেয়েছেন। একজন জেলও খেটেছেন। ঝামেলাটা কিন্তু নিজেদের না। আবার তারা কোন পলিটিক্স ও করেন না। পলিটিক্স করেন না এজন্য যে, যদি কখনও ঝামেলা হয়। কি একটা দেশ, এই ছেলে গুলোই সর্বশেষ সাফার করলো। তাও আবার বিনাঅপরাধে।

কিছু কিছু ঘটনা এমন যা মেনে নেওয়া কঠিন। এটিও তেমন। এখন মেনে না নিয়ে কি করবেন। অলরেডি ঘটেগেছে। তাকদিরে থাকলে কি আর করার, ধৈর্য ধরা ছাড়া।

ঘটনাটা আমার নিজ চোখে দেখা। এটা কোন গল্প নয়।

এখন বলুন আপনার রিয়েলাইজেশনটা কি?

আপনার বা আমার চিন্তার ভিন্নতা থাকতে পারে। কিন্তু আমি যেটা ভাবি...
রব্বুল আলামিন যা ভাগ্যে লিখবেন, সেটাই হবে। তাই ফালতু টেনশান না করে নিজের কাজ নিজে করে যেতে হবে।

একদিন মহান রব্বুল আলামীন উত্তম পুরস্কার দিবেন। ইনশাআল্লাহ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২৩ সকাল ১১:৪৩

শেরজা তপন বলেছেন: বিষয়টা দুঃখজনক ছাড়া আর কি-ই বা বলার আছে!

২৯ শে মে, ২০২৩ রাত ১১:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিইবা আছে!

২| ২৬ শে মে, ২০২৩ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: আল্লাহ্‌ পুরস্কার দেবেন মৃত্যুর পর।

২৯ শে মে, ২০২৩ রাত ১১:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সবসময় নয়, মৃত্যুর আগেও অনেকে পুরুস্কৃত হন।

৩| ২৬ শে মে, ২০২৩ রাত ৯:১৩

কামাল১৮ বলেছেন: আপনাকে যাই বলি আপনি রাব্বুল আলামীনকে ডেকে নিয়ে আসবেন।তাই বিরত থাকলাম।

২৯ শে মে, ২০২৩ রাত ১১:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
আপনার কথা বুঝিনি।

আমার জ্ঞানের স্বল্পতার জন্য দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.