নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
নিচের ভিডিও থেকে ব্যতিক্রমী কিছু ইতিহাস পাওয়া যায়ঃ
আর্যদের আদি কথা
অধ্যাপক হার্ট-এর মতে, আর্যদের আদি বাসভূমি ছিল লিথুয়ানিয়া। সেখান থেকে ককেশাস পর্বত সংলগ্ন অঞ্চলে চলে আসে। পরে ককেশাস পার হয়ে তারা ইরানে প্রবেশ করে এবং একটি শাখা ইরান থেকে ভারতে চলে আসে।
আর্যদের ভারতবর্ষে আগমনঃ
ঋগ্বেদে আর্যদের ভারতবর্ষে বসতি স্থাপন করা ও বিস্তার সম্পর্কে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য মেলে। পরবর্তী বৈদিক সাহিত্যে আর্যদের ভারতবর্ষে বসতি স্থাপন করা ও বিস্তার সম্পর্কে আরো কিছু বর্ণনা পাওয়া যায়।
শাসন ব্যবস্থাঃ
ঋক -বৈদিক যুগে আর্যদের শাসন ব্যবস্থা ছিল রাজতান্ত্রিক । যুদ্ধবিগ্রহের সময় যারা সামরিক প্রতিভার পরিচয় দিতেন তারাই রাজপদে অধিষ্ঠিত হতেন । রাজপদ সাধারণত বংশানুক্রমিক ছিল ।
এখানে, একটা বিষয় উল্লেখ করা দরকার সেটা হলোঃ আর্যদের আগমনের যে তথ্য পাওয়া যায়, তাতে আর্যগণের আগমন ঘটে খৃষ্টপূর্ব ২৫০০ থেকে ৫০০ অব্দের দিকে।
ভিডিও আলোচনা থেকে যেটা যানা যায়, আর্য বলতে শুধু একটা জনপদ কেই বোঝায়না। কিছু কিছু, ঐতিহাসিক অর্য বলতে একটা সভ জাতি, ধর্ম প্রচারক, মহান সৃষ্টি কর্তার প্রেরিত মহাপুরুষ এমনটা বোঝায়।
এসব দিক বিবেচনা করলে, এবং পবিত্র কোরআনের সূরা কাহাফে বর্ণিত জুলকারনাইন এর অবির্ভাব কাল ও তাঁর বিশ্বজয় অর্থাৎ জুলকারনাইন সূর্যাস্ত থেকে সূর্যদয় অর্থাৎ সারা পৃথিবী জয় করেন। জুলকারনাইনের জন্মস্থান মধ্যপ্রাচ্যের দিকে।
জুলকারনাইন তৎকালীন সময়ে অনেক দিক থেকে সভ্য ও জ্ঞানী এবং প্রতাপশালী ছিলেন। যা, ইতিহাসে বর্ণিত আর্যদের সাথে অনেক মিল পাওয়া যায়।
১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই, মোবাইলে লেখাতো। তাই ছোট ছোট করেই লিখি।
ধন্যবাদ।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
কুরআনে দিয়ে ব্যাখ্যা কি অধ্যাপক হার্ট বলেছেন, নাকি অন্য কেউ?
১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: না, হার্টের রেফারেন্স তো দেয়নি।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪২
মহাজাগতিক চিন্তা বলেছেন: নতুন কিছু জানানোর জন্য অনেক ধন্যবাদ।
১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪২
মুক্তাঙ্গন৫৭ বলেছেন: ভাল আলাপ । চালিয়ে যান ।
১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬
কামাল১৮ বলেছেন: সবার শিকড় আফ্রিকায়।শিকড়ের চেয়ে ডাল পালা বড় হয়ে গেছে।
জুলকারনাইন মনে হয় আলেকজান্ডার।
পৌরাণীক কাহিনী গুলোর সত্য মিথ্যা যাচাইয়ের পথ নাই।যে যেটা বিশ্বাস করে সেটাই সত্য মনে করে।যাচায়ের জন্য তথ্য থাকতে হয়।কোন তথ্য নাই।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: আমি সব তথ্য দিতে পারিনি। ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতা আছে। সংক্ষিপ্ত কিছু তথ্য যোগ করেছি মাত্র।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: মোবাইল দিয়ে টাইপ করা অনেক যন্ত্রনাময়।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: জি ভাই, অনেক সময় লাগে। আবার ডিলিট হয়ে যায়।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: আজকের পর্বটা খুব বেশি ছোট।