নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
যে কোন সময় যে কোন বিষয়ে ইতিবাচক চিন্তা করা উচিৎ।
হাদিসে আছে, কেও যদি কোন ভালো কাজের ইচ্ছে পোষোণ করে তবে সে, সেই কাজ করুক আর না করুক ওই পরিমান সওয়াব পাবে।
কাজ ভালো হোক আর মন্দ হোক, প্রতিটি কাজের বিনিময়েই রয়েছে প্রাপ্তি। কাজ যদি ভালো হয়, ফলাফল হয় ভালো। আর যদি কাজ হয় মন্দ তবে তার প্রাপ্তিও মন্দ। তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, প্রতিটি কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। বিনা কাজে ছাওয়াব লাভের গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ হাদিসখানা তুলে ধরা হলো-হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর প্রভূর সূত্রে বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আল্লাহ তাআলা সৎকাজ ও পাপকাজের সীমা চিহ্নিত করে দিয়েছেন এবং সেগুলো বৈশিষ্ট্য স্পষ্টভাবে বিবৃত করেছেন। অতএব যে ব্যক্তি কোনো সৎ কাজের সংকল্প ব্যক্ত করেও এখনো তা সম্পাদন করতে পারেনি, আল্লাহ তার আমলনামায় একটি পূর্ণ নেকী লিপিবদ্ধ করার আদেশ দেন।আর সংকল্প পোষণের পর যদি উক্ত কাজটি সম্পাদন করা হয়, তাহলে আল্লাহ তার আমলনামায় দশটি নেকি থেকে শুরু করে সাতশ’ এমনকি তার চেয়েও কয়েকগুণ বেশি নেকি লিপিবদ্ধ করে দেন।আর যদি সে কোনো পাপ কাজের ইচ্ছা পোষণ করেও তা সম্পাদন না করে, তবে আল্লাহ তার বিনিময়ে তার আমলনামায় একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করেন। আর যদি ইচ্ছা পোষণের পর সেই খারাপ কাজটি সে করেই ফেলে তাহলে আল্লাহ তাআলা তার আমালনামায় শুধু একটি পাপই লিখে রাখেন। (বুখারি, মুসলিম)সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ভালো কাজ করার পাশাপাশি সব সময় ভালো কাজ করার মানসিকতা পোষণ করাও ছাওয়াবের কাজ। আল্লাহ তাআলা ভালো কাজ করে নেক কাজের মানসিকতা পোষণ করার তাওফিক দান করুন। আমিন।
০৫ ই জুন, ২০২৪ বিকাল ৪:১৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ও দোয়া আপনাকেও।
২| ০২ রা জুন, ২০২৪ সন্ধ্যা ৬:১৬
শায়মা বলেছেন: আমরা জানালায় রাখি, বারান্দায় রাখি, ছাদেও রাখি।
সাথে চাল গম খাদ্যশস্য একটা ছোট পাত্রে থাকে।
০৫ ই জুন, ২০২৪ বিকাল ৪:১৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: খুব সুন্দর একটা কাজ।
পশু পাখিরা খাবার খাইলে দেখতে ভালোই লাগে।
৩| ০২ রা জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৫২
কামাল১৮ বলেছেন: শায়মা হাদিস না পড়েই এসব করে।এখানে পশু পাখিকে খাবার দেয়া নিষেধ।তারপরও আমি দেই।
০৫ ই জুন, ২০২৪ বিকাল ৪:১৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: শুভকামনা দাদা।
আল্লাহ তায়ালা আপনার ভালোকাজগুলো কবুল করুণ। আমিন
৪| ০২ রা জুন, ২০২৪ রাত ১০:০৫
ঢাকার লোক বলেছেন: আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ (স) বলেন, কেউ যখন কোনো ভালো কাজের নিয়ত করে, সে কাজটি যদি সে নাও করে তার আমলনামায় ১ টি সওয়াব লিখা হয়, আর করলে ১০ থেকে ৭০ টি সওয়াব লিখা হয় ! আর যখন কোনো খারাপ কাজের নিয়ত করে, যদি কাজটি না করে তবে কিছুই লিখা হয় না, করলে তা লেখা হয়। " (মুসলিম: ১৩০ )
https://sunnah.com/muslim:130
০৫ ই জুন, ২০২৪ বিকাল ৪:১৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: জাজাকাল্লাহ
৫| ০৩ রা জুন, ২০২৪ সকাল ১১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা ঠিক
০৫ ই জুন, ২০২৪ বিকাল ৪:১৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ আপু
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০২৪ দুপুর ১:৪৫
মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: আলহামদুলিল্লাহ।
শুভ এবং সাফল্য মন্ডিত হোক আপনার পথ চলা।