নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
কমিউনিস্টদের একটা প্রবাদ আছে। হাজারও কর্মী অপেক্ষা একজন মাওসেতুং গুরুত্বপূর্ণ।
বার জনের তের মত- একটা বাংলা প্রবাদ।
একটা সুন্দর সমাজ তথা দেশ পরিচালনার জন্য একটা ভালো লিডার বা শাসক খুব বেশি প্রয়োজন। এখানে কথা থাকে, আপনি তেতুল গাছ রোপন করেতো আম্রোপালি আশা করতে পারেন না। তাই একটা দেশের শাসক ও শাসন ব্যবস্থা নির্ধারিত হয় সেদেশের সামগ্রিক জনগণের চিন্তা ও মননের উপর। তবে হ্যা, এর ব্যতিক্রম হতেও পারে।
দেশের জনগণকে উজ্জীবিত ও গঠনমূলক করে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থার অবস্থান অন্যতম। শিক্ষা ব্যবস্থা যদি খারাপ হয় তবে একটা দেশ শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে রাজনীতি ও সমাজ ব্যবস্থা।
আগামীর সুন্দর বাংলাদেশের প্রতিক্ষায়...
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ১:৩০
কামাল১৮ বলেছেন: জনগন যেমন শাসক তেমনই হয়।শাসকতো আর আকাশ থেকে পড়বে না।