নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম মোবাইল ফোন সিটিসেল

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৩

আমি প্রথম সিটিসেল ফোন ব্যবহার শুরু করি২০০৭ সাথে। এটাই আমার প্রথম মোবাইল ফোন । নেটওয়ার্ক যথেষ্ট ক্লিয়ার।
সম্ভবত রাজনৈতিক কারণে এই অপারেটরটি বন্ধ করা হয়।
মজার ব্যাপার হলো এটা ট্রাকিং করার টেকনোলজি তখন সরকারের হাতে ছিলো না।
আর পুরাতন অপারেটর হওয়াই আলাদা একটা ফিলিংস কাজ করতো।
সিটিসেল রিম(যাকে আমরা সিম বলে থাকি)আমার সেটটি ছিলো এই মডেলেরঃ

এছাড়াও আমার বন্ধু সার্কেল এই মডেলের সেট ব্যবহার করতোঃ









সর্বশেষ আমি এই মডেলের সেট টি ব্যবহার করেছিলামঃ

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৭

পদ্মপুকুর বলেছেন: আমিও শুনেছিলাম যে সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করায় এই ফোন ট্রাকিং করা যেত না, সত্য মিথ্যা জানি না।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: হতে পারে মোবাইল বিক্রির একটা কৌশক।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যদি তাই হয় তাহলে সিটিসেলই তো ভালো।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: এখন আবার নতুন করে মার্কেটে আসলে টেকনোলজি হয়তো আপডেট হয়ে ফিরবে।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার প্রথম ফোন নকিয়া আর টেলিটক সিম। লটারী করে পেয়েছিলাম যা এখনো ইউজ করছি। সিটিসেল্ও ছিল

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমার প্রথম মোবাইল আপারেটর হওয়াই আলাদা একটা আবেগ কাজ করে। চালু হওয়া মাত্রই আমি আবারও সিটিসেল কিনমু :D :D:D

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০১

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আমি যতদুর জানি বাংলাদেশে প্রথম মোবাইল ফোনের লইসেন্স দেওয়া হয় ১৯৮৯ সালে। প্রথমে শুরু হয় পেইজিং যেটা করে বাংলাদেশে টেলিকম নামের একটা প্রতিষ্ঠান। ৯০ দশকের শুরু থেকে সিটিসেল শুরু করে বিশাল বিশাল ইট সাইজের ভারী হ্যান্ড সেট দিয়ে, সিডিএমএ টেকনোলজির মাধ্যমে যা ছিলো ১০০% ডিজিটাল। তাই ওগুলোর প্রতিটি যোগাযোগদ ছিলো দুর্ভেদ্য। কিন্তু ট্র্যাকিং করা যেতনা এটা সঠিক নয়। পরে সিটিসেলের সাইজ ছোট হয়ে আসে, দাম বেশী হওয়া সত্বেও ভালো ব্যাবসা করে। কিন্তু জিএসএম (প্রামীণ ফোন, এ.কে টেল) সিস্টেম চলে আসায় শুরু থেকেই বোঝা যাচ্ছিলো সিটিসেল ব্যাবসায় আর থাকতে পারবেনা। জিএসএম (Global System for Mobile Telecommunications)-এর সবচেয়ে বড় সুবিধা কাস্টমাররা ইচ্ছেমত হ্যান্ডসেট পছন্দ করে নিতে পারতো যেখানে ছোট্ট সিম কার্ড ঢুকিয়ে ব্যাবহার করতে পারতো।
অন্যদিকে সিটিসেলের সবচেয়ে বড় দুর্বলতা ছিলো আলাদা সিম (Subscriber Identity Module) ছিলোনা। প্রতিটা হ্যান্ডসেটই একেকটা মোডিউল। এতে করে গ্রাহকরা মত মত হ্যান্ডসেট ব্যাবহার করতে পারতোনা অথচ দাম বেশী, কল রেটও বেশী (যদিও সিটিসেলের সার্ভিস ছিলো অনবদ্য এবং কল ড্রপের কম্প্লেইন ছিলো না) তাই জিএসএম সিস্টেমের কাছে হার মানতে মানতে হারিয়েই যাচ্ছিলো। পরে আবার জিএসএম সিস্টেমে এসেও সুবিধা করতে পারেনি।

দেখা যাক, নতুন করে সিটিসেল কতটুকু পারে। আগে ওরা ছিলো বড়লোকদের নেটওয়ার্ক। এবার দেকি আমজনতার মন পায় কি না।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক তথ্যবহুল আলোচনার জন্য ধন্যবাদ ভাই। শুভেচ্ছা নিরন্তর

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৮

এম ডি মুসা বলেছেন: এটা কি রাজনীতির প্রভাব বন্ধ হয়েছিল?

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ক্লিয়ার না হতেও পারে। কারণ এমডি বিএনপি সদস্য।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৫

ইমরান৯২ বলেছেন: ফিরে আসা উচিত ।
গ্রামে যদিও সিটিসেল ভাল ছিল না তবে ঢাকা এবং বিভাগীয় শরগুলোতে খুবই ভাল নেটওয়ার্ক ছিল ।
আমিও প্রথম ফোন ব্যবহার টিসেল দিয়েই শুরু করি, জুম মডেমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতাম ।
সেই দিনগুলো এখনো মনে পড়ে ।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমিও খুব মিস করি। ক্লিয়ার নেটওয়ার্ক।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৮

ধুলো মেঘ বলেছেন: আমার দেখা প্রথম মোবাইল সেট ছিল এই মডেলের

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৩

এম ডি মুসা বলেছেন: এই প্রতিহিংসা রাজনীতি কে আমি ঘৃণা করি। এই দেশে রাজনীতি নিষিদ্ধ করা হোক। দেশের গনতন্ত্র নামে যে দলীয় তন্ত্র চলছে। এটা জনবান্ধব নয়। এটার বিকল্প কিছু আবিস্কার করা, যেটা বিরোধী দলের দমন পীড়ন বন্ধ থাকে। মিলেমিশে কাজ করা। দেশের মঙ্গল এবং জনগণের অধিকার নিশ্চিত করা। গনতন্ত্র নামে যে প্রহসন চলছে সেটা দলীয় তন্ত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.