নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

অন্তর্বর্তী সরকারঃ বিএনপি সরকার (২০০১)

০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১২:০৪



আজকাল যেভাবে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে তা তে ২০০১ এর বিএনপি সরকারের কথা মনে পড়ে যাচ্ছে।

কিছু কিছু কাজ করে একজন, ফলভোগ করে আরেকজন।
এটা নিয়ে কথা বললে অনেক কথা বলা যাবে। তবে সংক্ষেপে কিছু কথা না বললেই নয়।

একটা সময় আমরা ১০-১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। আবার সেটা উজ্জাপনও করেছি।

এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন থাকতে পারে সেই বিদ্যুৎ কোথায় গেলো?

বিদ্যুৎ বিদ্যুতের জায়গায় আছেন, আমরা আমাদের জায়গায়। অর্থাৎ যেকলু সেই কলুই আছে। ফাকে বিভিন্নজন আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।

আমরা যে ১৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি একসময় তার সিংহভাগ বিদ্যুৎ আসছে বেসরকারি ও ভাড়ায় উৎপাদিত বিদ্যুৎ খাত থেকে। যার ফলে আজ শিতকালেও এই অবস্থা। কারণ বেশির ভাগ চুক্তি ক্যান্সেল হয়েছে।


যাক, আমাদের ভাগে ভাল। আল্লাহর রহমত, জাতির বুবুজান ফেব্রুয়ারী মার্চে উর্ধ্বগমন করেন নাই। না হলে মার্চ মাসে যে গরম। সেই গরমে এভাবে বিদ্যুৎ গেলে নির্ঘাত দেশে জ্ঞানজাম লাগতো।
শীতকাল তাই যে অবস্থা, গরম কাল হলেগো আর বলা লাগে না।

সব কথার শেষ কথা, আপনি কিভাবে কি করবেন সেটা আপনার ব্যাপার।

কিছু কিছু জায়গায় দ্রুত পদক্ষেপ নিন। যত দ্রুত সম্ভব। না হলে জনগন ক্ষেপে যাবে। বিএনপি সরকার ও ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় যেটা হয়েছিলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.