নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....................বেলাশেষে দেখি নিজেকে, সকল অপূর্ণতায় পূর্ণ আমি....আমার আমিকে জানতে শিখিনি।।সাধারণ মানুষ এর ভিড়ে অতি সাধারণ মানুষী।।ভারত- বাংলাদেশ সীমান্ত ঘেষা এলাকায় বাস।। একটু রহস্যপ্রিয়া।।উপমায় জড়াতে ভালবাসি।।......আমার সত্য আমাকে পথ দেখাবে,,,

নিঃশব্দচারিণী

সত্য যে কঠিন,,,,,এই কঠিনেরে ভালবাসিলাম,,,সে কখনো করে না বঞ্চনা।।

নিঃশব্দচারিণী › বিস্তারিত পোস্টঃ

লাটাই- এর ঘুড়ি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৩


পাসের হার বাড়ছে। খুনের পরিমান বাড়ছে।ইভটিজিং বাড়ছে।সাথে নাকি শিক্ষার মানও বাড়ছে।তবে কি শক্ষার মান এতই বেড়ে গেল যে, শিক্ষা আমাদের (খুন,ইভটিজিং,বাবা মাকে মেরে ফেলা,শিশুদের সাথে দুরাচার) এরূপ শিক্ষায় শিক্ষিত করছে!!!!ঐ শিক্ষা অর্জন করাই সহজ বটে।উম্মক্ত বিশ্ববিদ্যালয়তো আছেই!! সাধারণ পাবলিক পরীক্ষা দিতে গেলে মুখে ফেনা তুলে পড়তে হয়।আর এ পরিক্ষায় বই দেখে লিখলেই হয় তাও শুধু সপ্তাহে একদিন পরীক্ষা।।ডিগ্রীও পাস করা যায়।। এবার চাকরী তুমি কার?? - টাকা আছে যার।

ঘুড়ি তুমি কার আকাশে উড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়??( অধিক অর্থদাতাই চাকুরীদাতাকে নিয়ন্ত্রন করে)
যে লাটাই এর সুতো ঘুড়ি কে কাটবে, কেটে যাও ঘুড়ি সেখানেই মাথা নোয়াবে।
( বি.দ্র : লাটাই অর্থদাতা,,,ঘুড়ি চাকুরীদাতা)

মেধার মুল্যায়ন করুন, টাকার না।অযোগ্য কে আসনে বসালে সে আপনাকে মুল্য দিবে না।কারণ সে মুল্য কি জিনিস তাই শেখেনি,আর মুল্য না দেওয়া আপনার কাছেই শিখেছে!!!!!

শিক্ষা,মেধা আর যোগ্যতার মুল্য দিন।। আপনি মুল্য পাবেন ( অর্থ গ্রহীতা)। লাটাই- এর ঘুড়ী কেও হবেন না দয়া করে।।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৪

মার্কো পোলো বলেছেন:
বাহ! অনেক সুন্দর লিখেছেন। চলতে থাকুক আপনার ব্লগিং।
শুভ ব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.