নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....................বেলাশেষে দেখি নিজেকে, সকল অপূর্ণতায় পূর্ণ আমি....আমার আমিকে জানতে শিখিনি।।সাধারণ মানুষ এর ভিড়ে অতি সাধারণ মানুষী।।ভারত- বাংলাদেশ সীমান্ত ঘেষা এলাকায় বাস।। একটু রহস্যপ্রিয়া।।উপমায় জড়াতে ভালবাসি।।......আমার সত্য আমাকে পথ দেখাবে,,,

নিঃশব্দচারিণী

সত্য যে কঠিন,,,,,এই কঠিনেরে ভালবাসিলাম,,,সে কখনো করে না বঞ্চনা।।

নিঃশব্দচারিণী › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টিকোণ

২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৯


বাড়ির পেছন এ পুকুর গুলো লিজ দেওয়া হয়েছে।।বন্যায় মাছ যেন চলে যেতে না পাড়ে, তাই জাল দিয়ে ঘিরে দেওয়া আছে।।পুকুর এর পাশেই বিস্তৃত জায়গা জুড়ে নটান (ক্ষেত,, আঞ্চলিক ভাষা)।।জাল দিয়ে ঘিরে দেয়ায় দৃষ্টিটা জালেই আটকে যায়।।জালের ওপাশে কি আছে জানা যায় না।।আজ দৃষ্টিকে জাল ভেদ করিয়ে জালের ওপাশে কি আছে তা জানার জন্যে বেড়িয়েছিল।।অযাচিত মনঃ মুগ্ধতায় আমার চোখ জুড়ে গেল।।জালের এপাশ থেকেই ভেবেছিলাম ফুল গুলো আর ফোটে না।।ছেলেবেলার মত কেউ পানিতে নেমে তা তোলে না,শালুক নিয়ে মারামারি করে না,ভ্যট এর মোয়া বানাতে কাড়াকাড়ি করে না।। শহরে বসে সংকীর্ণ দৃষ্টি নিয়ে আমার ভাবনা গুলো আজ মিথ্যা বলে নিজের কাছে গণ্য হল।।কচুরিপানাগুলোকে ফুটিয়ে তুলেছে সাদা আর হলুদ রঙের ফুল গুলো।।
আমার ভাবনা আজ মিথ্যা প্রমাণিত হল।।ঠিক এমন করে যদি আমাদের ভাবনার মধ্য দিয়ে বেঁচে যেত সুন্দরবন এর প্রাকৃতিক সৌন্দর্য।। যদি থেমে যেত রামপাল বিদ্যুৎ কেন্দ্র!!!

বেঁচে থাকতে দিন না এ প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্য গুলোকে!!!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৭

রক্তিম দিগন্ত বলেছেন: বেঁচে থাকতে দিন না এ প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্য গুলো!!!

এটা যদি ধ্বংসকারীরা বুঝতো শুধু!

২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২২

নিঃশব্দচারিণী বলেছেন: বোঝানোর প্রচেষ্টা করেও তো হচ্ছে না!!!

২| ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৭

মানবী বলেছেন: সুন্দর পোস্ট! সুন্দর ভাবনা।

ভ্যাটের মোয়ার সাথে পরিচিত নই, এ সম্পর্কে জানতে ইচ্ছে করছে!

শুভ বুদ্ধির উদয় হোক আমাদের সরকারের মনে। বেঁচে যাক আমাদের সুন্দর বন আর বন্ধ হোক বাংলাদেশের সম্পদ আর প্রকৃতির হন্তারক রামপাল বিদ্যুত কেন্দ্র- এই প্রার্থনা।

২৩ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

নিঃশব্দচারিণী বলেছেন: শাপলা ফুল ঝরে গেলে এটা হয়।।বলা হয়ে থাকে শাপলার বীজ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৩

খায়রুল আহসান বলেছেন: বেঁচে থাকতে দিন না এ প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্য গুলোকে! -- এটাই আপনার লেখার সার কথা। অল্প কথায় ভাল বলেছেন। তবে শুদ্ধ বানানের প্রতি আরেকটু খেয়াল রাখবেন বলে আশাকরি। এই ছোট্ট লেখায়ও অনেকগুলো ভুল বানান রয়েছে।

২৩ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

নিঃশব্দচারিণী বলেছেন: ধন্যবাদ।।

আমি খেয়াল করব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.