নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....................বেলাশেষে দেখি নিজেকে, সকল অপূর্ণতায় পূর্ণ আমি....আমার আমিকে জানতে শিখিনি।।সাধারণ মানুষ এর ভিড়ে অতি সাধারণ মানুষী।।ভারত- বাংলাদেশ সীমান্ত ঘেষা এলাকায় বাস।। একটু রহস্যপ্রিয়া।।উপমায় জড়াতে ভালবাসি।।......আমার সত্য আমাকে পথ দেখাবে,,,

নিঃশব্দচারিণী

সত্য যে কঠিন,,,,,এই কঠিনেরে ভালবাসিলাম,,,সে কখনো করে না বঞ্চনা।।

নিঃশব্দচারিণী › বিস্তারিত পোস্টঃ

দারিদ্র্য আর শিক্ষা

১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৪

আমি কোন সমাজ এ বাস করি?? যে সমাজ আমাকে ধিক্কার দেয় অন্যায় এর প্রতিবাদ করলে!!! যারা রক্ষক তারা ভক্ষক।। আজ উপলব্ধি করলাম সব ক্ষেত্রে তা নয়।।
- সবাই আছে তাও কেন আমার বিয়ে আটকায় না??
-তুই কি রাজি না??
- না আমি পড়তে চাই।।আমি ফুটবলার হব।।আমার ছেলে পছন্দ না।।
- তাহলে??
- বড় ভাবি জোর করে দিতেছে।।
- আমি কি করব?? সবাইকে বলব??
- হ্যাঁ। বলেন।


-ওকে তো জোর করে বিয়ে দিতেছেন।।ও তো বিয়ে করতে চায় না।।
- না ওই তো রাজি।।আর এখন কইলে হব না।।২০,০০০ টাকা খরচ হইছে।।
- ( বড়রা বুঝানোর পর মা বাপ মেয়ের কাছে গেল)

- এগুলা কি বলিছ তুই নাকি রাজি না??
- আমি পড়তে চাই।

আর কোন কথা নেই।। আমি জানালাম এক আইনের লোককে।। ব্যবস্থা সব নেয়া শেষ।।

- (মেয়ের কাছে আবার বাবা যায়) মা শোন তুই কি বিয়ে করবি না??দেখ আমরা গরিব আর ভাল পাত্র পাব না।। পড়া পড়লেও পাবি না এর চেয়ে ভাল কেউ।।তুই ওই বাড়িত থাকি পড়িস।।
- আব্বা না দিলে কি হয় না??
- তুই এই বিয়ে না করলে আমি গলায় ফাঁস দিমু!!
কিছুক্ষণ পর আমায় বললো আমি বিয়েতে রাজি।। আব্বার খুশি আমার খুশি।। ফোন দিয়ে সেই মানুষটিকে জানালাম আসতে নিষেধ করেন।। হায়!! বাপ।। আপনি বুঝলেন না আপনি ফাঁস দেওয়ার আগেই যে আপনার মেয়েকে ফাঁসিরর দড়িতে ঝুলানেল!! আপনার মেয়ে আপনার খুশির জন্যে মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করছে আর আপনি তার খুশিটা ভাবলেন না!!
কিভাবে রুখব আমি এ বাল্যবিবাহ?? কিভাবে বুঝাব মানুষকে?? কেন জেনে আমার নিষেধ শুনে তারা আসলনা?? মেয়ের তো বয়স কম, সে মত দিলেও বা কি?? আমি লজ্জিত তার কাছে যাকে বলেছিলাম কিছু করুন!! হায় মেয়ে তুই নিজের পায়ে নিজেই কুড়াল মারলি ভয় এ বিয়ে করতে রাজি হয়ে!! --" করতে গিয়ে তার ভাল,, হলাম আমি নিজে কালো।""

কি দিয়ে হবে জাতি ভালো??? কি করলে বুঝবে তারা কোনটা ভালো?? শিক্ষা দিয়েও দারিদ্র্য আর সমাজ কি বাঁচাতে পারবে এই ঝরে যাওয়া?? সচেতন আর কবে হব আমরা?? যেদিন সব শেষ হবে সেদিন??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.