নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....................বেলাশেষে দেখি নিজেকে, সকল অপূর্ণতায় পূর্ণ আমি....আমার আমিকে জানতে শিখিনি।।সাধারণ মানুষ এর ভিড়ে অতি সাধারণ মানুষী।।ভারত- বাংলাদেশ সীমান্ত ঘেষা এলাকায় বাস।। একটু রহস্যপ্রিয়া।।উপমায় জড়াতে ভালবাসি।।......আমার সত্য আমাকে পথ দেখাবে,,,

নিঃশব্দচারিণী

সত্য যে কঠিন,,,,,এই কঠিনেরে ভালবাসিলাম,,,সে কখনো করে না বঞ্চনা।।

নিঃশব্দচারিণী › বিস্তারিত পোস্টঃ

যানজট = জান জট

২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪


যানজট নিত্য দিনের কাল আমাদের জীবন এ।।রাস্তার দোষ নয়, জায়গার অভাব নয়।।অভাব আমাদের নৈতিকতার, অভাব সরকার এর খেয়ালি আর হেয়ালি ।। private car কেনা সবার বাসনা থাকে।। আমারও আছে,থাকা স্বভাবিক।। কিন্তু এর পরিমাণ বাংলাদেশে অস্বাভাবিক!! এর কারণ সরকার এর অনুমোদন।। বাইরের কিছু দেশে একদিন সময় দেয়া হয় নিজস্ব গাড়ি চালানোর,,অনেক দেশ এর অনেক নিয়ম এ দেশে চালানোর চেষ্টা করা হয়,তবে এটা কেন নয়??? private car এর পরিমান এত যে, তার ভিড়ে খুঁজে পেতে হয় দু-একটা CNG/bus!!! সেই গাড়ি গুলোতে থাকে ১ জন অথবা ফাঁকা।।আমরা জনগণও খারাপ।। একজন এর জন্য ওই গাড়ি টা কি ব্যবহার করা খুব দরকার?? নাকি দেখাতে চায় তাদের আভিজাত্য?? জীবনটা মনে হয় হাতের মুঠোয় নিয়ে বের হতে হয় শহরে।। তবে জাতি চিন্তিত রাস্তা বাড়ালেই কি কমবে?? না, গাড়ির সংখ্যাটাও কমানো উচিত।। ভ্যাট এর জন্যে অনুমোদন দিবেন না।।এতো টাকা নিয়ে নিজের দেশ এর উন্নতির নাম করে জনগণ এর বারটা বাজাবেন না।। ambulance থাকা সত্ত্বেও রোগীকে ঠিক সময় হাসপাতালেও নেওয়া যায় না!! যদি জীবনই না বাঁচে তো ফ্লাইওভার আর বেশি রাস্তা দিয়ে কি লঞ্চ যাবে?? শুধু সরকার না,,আমরা আমাদের আভিজাত্য দেখানো বন্ধ করলেও যানজট থেকে জান(জীবন) কে বাঁচাতে পারব।।সাথে মহা মূল্যবান সময় কেউ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.