![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ তুই কি ভাবছস তোরে অামি ছাইড়া দিমু
আমার কষ্টের বদলা অামি নিমুনা
তুই এইবা মানুষরে ঠকাইবি
অার অামি চাইয়া চাইয়া দেহুম
সামনে তোর অাইন্দার জীবন
জিতুম অামি,
পার পাইবিনা তুই
যতই করছ চেষ্টা।
যহন অনেক রাইত অয়
অাইন্দার ঘনাইয়া আহে
তহন আমার ইচ্ছা করে
তোরে আমি পুইত্তা ফেলি।
ঐ তুই কি ভাবছস আমি কিছুই পারিনা
আমি পারি
আমিও খাপসা গাইল দিবার পারি
আমিত ঐ বস্তির পুলা
তুই জানসনা,
আমার মেজাজ কিরুম তিরিক্ষি
আমি জানি আমি জিতুম
তবুও পার পাইবিনা তুই।।।
©somewhere in net ltd.