![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঠিক বুঝতে পারিনা
কি অামার ব্যর্থতা
কি আমার দুর্বলতা
আমি যেন ঠিক দূরে দাড়িয়ে থাকা
একটি অাবছা পাহাড়!
নিঃসঙ্গতা আর কোলাহল থেকে
আমি আজ অনেক দূরে।
মাঝে মাঝে গভীর ভাবে চিন্তা করি
হৃদয়ের গাঢ়তা কতটুকু
হলে একজনকে খুব বেশী ভালবাসা যায়?
আমি খুব কাছ থেকে পাহাড় দেখেছি
সাগর দেখেছি,
আমি তাদের সাথে
বুকে বুক মিলিয়ে হৃদয়ের গাঢ়তা উপলব্ধি করেছি,
তবুও বুঝতে পারিনি!
হৃদয়ের গভীরতা কতটুকু হলে
তোমাকে ভালবাসা যাবে!
হে অভিমানী নারী,
তুমি এসেই বলে যাওনা,
হৃদয়ের গভীরতা কতটুকু হলে
তোমাকে ভালবাসা যাবে???
২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪৮
nilkabba বলেছেন: তবে কি নারী ভালবাসতেই জানেনা?
বৃথাই গেলো শাহজাহানের তাজমহল !
২| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: বহুগামী হৃদয়ের নারীর হলে এ প্রশ্ন করাই বৃথা !!
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৯
অরুনি মায়া অনু বলেছেন: সেই নারীও হয়ত জানেনা, অনুভবেতে কতটা হারালে লোকে তারে ভালবাসা কয়