নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল

নীলব্ল্

নীলব্ল্ › বিস্তারিত পোস্টঃ

‘অ্যামাজন কয়েন’

২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩



সম্প্রতি ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন ডটকম লেনদেনের জন্য নতুন ভার্চুয়াল মুদ্রা যুক্তরাজ্যে চালু করল। অ্যামাজন কয়েন নামে মুদ্রাটি ব্যবহার করে ওয়েবসাইট থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন কেনা যাবে।



যুক্তরাজ্যে অ্যামাজন কয়েন চালুর পর ট্যাবলেট ডিভাইস কিন্ডল ফায়ার চারশ’ কয়েন ক্রেতাদের বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে অ্যামাজন।



ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েনগুলো নগদ অর্থের মতোই অদলবদল করা যাবে। কেউ ১০ হাজার কয়েন একসঙ্গে কিনলে তাদের শতকরা ১০ ভাগ বেশি দেওয়া হবে বলে জানানো হয়। প্রতিটি অ্যামাজন কয়েনের মূল্য চার পাউন্ড।



অ্যামাজন কয়েন সম্পর্কে অ্যামাজন কিন্ডল লাইনের ইনচার্জ জরিট ভ্যান ডের মিউলেন বলেন, এখন থেকে যুক্তরাজ্যের ক্রেতারা অ্যামাজন কয়েন ব্যবহার করে অ্যাপ স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। আমরা ক্রেতাদের স্বার্থের কথা বিবেচনা করে অনবরত কাজ করে যাচ্ছি। অ্যামাজন কয়েনে থাকছে ক্রেতাদের পছন্দ করার মতো নতুন ফিচার।



গবেষণা প্রতিষ্ঠান এন্ডার্স অ্যানালিসিসের ইয়ান মড বলেন, এখানে দুই ধরনের সুবিধা রয়েছে। এতে অ্যামাজন ক্রেতার কাছ থেকে অগ্রিম অর্থ পাবে। ফলে অ্যামাজনে নগদ অর্থপ্রবাহ বাড়বে। যারা অ্যামাজন থেকে এটি কিনবেন তারাও ওই কয়েন খরচ করতে পারবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.