![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমবার্তা ডেস্ক: সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদীতে জেলেদের জালে ১৫ মণ ওজনের শাপলা হাঙ্গর (স্থানীয় ভাষায় হওচ) আটকা পড়ে। মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার নাফনদীতে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের নুর মুহাম্মদের মালিকানাধীন টানা জালে বিশাল আকারের এ হাঙ্গরটি ধরা পড়েছে।
মাছ ব্যবসায়ী আব্দুল জলিল জানান, জীবনে এত বড় হওচ মাছ আগে কখনো দেখেননি। খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিনকে সামনে রেখে ব্যবসায়ীরা মাছটি চড়া দামে বিক্রি করে লাভবান হতে পারবেন বলে তিনি প্রত্যাশা করেন।
জালের (ওই বোটের) মাঝি কামাল হোসেন জানান, আমরা ১৪ জন প্রতিদিনের মত সকালে মাছ ধরতে যাই। অনেকক্ষণ চেষ্টা করে মাছ না পেয়ে ফিরে আসার পথে শেষ পর্যায়ে বিশাল আকারের হওচটি ধরা পড়ে।
এক নজর মাছটি দেখার জন্য টেকনাফের জাদীর খাল ঘাটে শত শত উৎসুক জনতাকে ভিড় করতে দেখা গেছে।
সূত্র: http://prothombarta.com
©somewhere in net ltd.