![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমবার্তা ডেস্ক: বড় দিনে সান্তা ক্লজ শিশুদের জন্য মজার মজার উপহার আনবেন এটাই স্বাভাবিক। কিন্তু তিনিই মদ খেয়ে এমন কাণ্ড করে বসলেন যে, এখন তাকে শুয়ে থাকতে হচ্ছে হাসপাতালের বিছানায়। শুধু তিনিই নয় সেইসঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে কাঁতরাচ্ছেন তার সহকারীও।
জানা যায়, পোল্যান্ডের আস্ট্রেজিকাচ ডলনিক শহরের রাস্তায় বড়দিন উপলক্ষে স্লেজে চড়ে বরফের মধ্যে দিয়ে ক্রিসমাস ক্যারল গাইতে গাইতে ছুটছিলেন ৫১ বছর বয়সী সান্তা ক্লজ। এসময় তার সঙ্গে সহকারী ছিলেন এক নারী সহকারী। তবে তখন দুজনেই ছিলেন বদ্ধ মাতাল।
কিন্তু শহরের ব্যস্ত রাস্তায় একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে ঘটে বিপত্তি। উপর দিয়ে তাকিয়ে গান গাইতে গাইতে স্লেজ নিয়ে উল্টে পড়েন বুড়ো মাতাল সান্তা ও তার সহকারী। আর তাতেই ঘটে রক্তারক্তি কাণ্ড। মারাত্মক আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
মজার বিষয় হলো, ঘটনার সময় মাতাল ওই সান্তার কাণ্ডকারখানা ভিডিও করছিলেন জেডজিসল্য মোলোডিনস্কি নামে এক ব্যক্তি। তার ক্যামেরাতেই ধরা পড়ে সান্তার বরফের মধ্যে গড়াগড়ি খাওয়ার দৃশ্য।
ওই দৃশ্য বর্ণনা করতে গিয়ে জেডজিসল বলেন, ‘এটা সত্যিই অসাধারণ। তারা যাওয়ার সময় স্থানীয় মার্কেটে থাকা শিশু ও লোকজনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল। তবে তাদের আচরণ দেখে মনে হচ্ছিল যেনো তারা নাইটক্লাব থেকে ফিরেছে। একটি গাড়ি সামনে থেকে তাদের ক্রমাগত হর্ন দিচ্ছিল। আর তা দেখে স্লেজের ঘোড়াগুলোও চেঁচামেচি শুরু করলেও তারা থামেননি। এসময় সংঘর্ষ এড়াতে গিয়ে স্লেজটি পাশের একটি দেয়ালে গিয়ে ধাক্কা খায় ও তারা ছিটকে পড়ে।’
অবশ্য এতেই ওই মাতাল সান্তার বিপত্তি কেটে যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, তাদের দুজনের বিরুদ্ধে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হচ্ছে
সূত্র: http://prothombarta.com
©somewhere in net ltd.