নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল

নীলব্ল্

নীলব্ল্ › বিস্তারিত পোস্টঃ

প্রথম ডেটিংয়ে যে কথাগুলো বলা যাবে না

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৫

প্রথম ডেটিং এর দিন বেশির ভাগ মানুষের মনেই তীব্র উত্তেজনা কাজ করে। উত্তেজনা বশত অনেকে তাদের কথার মধ্যে সামঞ্জস্য রাখতে পারেন না। সুতরাং, প্রথম ডেটিং এ যাওয়ার আগে আপনার কিছু প্রস্তুতি থাকা প্রয়োজন। শুধু কি ধরণের পোশাক পরবেন এ প্রস্তুতি থাকলেই চলবে না, প্রেমিকার সামনে গিয়ে কি কি কথা বলবেন তারও একটা প্রস্তুতি থাকা প্রয়োজন। এমন কিছু কথা আছে যেগুলো প্রথম ডেটিং এ অবশ্যই বলা যাবে না। এ কথাগুলো বললে প্রথম ডেটিং-ই আপনার শেষ ডেটিং হয়ে যেতে পারে।



১। আমি তোমাকে ভালোবাসতে চাই।

২। তোমার সমস্যা কি বল।

৩। আমাদের সুন্দর একটা সন্তান হবে।

৪। ওও, এটা খুবই অদ্ভূত।

৫। তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছ?

৬। আমার ডাক্তার আমাকে বলেছে ফোনে কথা না বলতে।

৭। আমি মনে করি, আমি তোমাকে ভালোবাসি।

৮। তোমাকে নার্ভাস দেখাচ্ছে।

৯। তোমাকে খুবই সুন্দর দেখাচ্ছে।

১০। তুমি চাইলে আমার হাজবেন্ড/ওয়াইফের সাথে মিশতে পারো।

১১। আমাকে ঝুলিয়ে রাখলে তোমাকে কষ্ট পেতে হবে।

১২। আমি তোমাকে কি পরিমাণ অনুভব করি তা বলে বোঝাতে পারবো না।

১৩। এর আগে কত জনের সাথে তোমার প্রেম ছিল?

১৪। তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেছে।

১৫। সবসময় তোমাকে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নাও হতে পারে।

১৬। তুমি আসলে আমার টাইপের না।

১৭। তুমি কি কোন হোটেলে যেতে চাও?

১৮। তুমি কি নিজেকে স্মার্ট মনে কর?

১৯। আমি এখানে আর বসে থাকতে পারছি না, আমাকে যেতে হবে।

২০। সম্ভবত তুমি বেশি খাও।



২১। তুমি যে ধরণের বই পড় আমি ঐসব বই অপছন্দ করি।

২২। তুমি কয়দিন যাবত একা আছো?

২৩। তুমি একজন ভালো মা হতে পারবে।

২৪। আমার সাবেক প্রেমিক/প্রেমিকা সবসময় এ ধরণের কথা বলত…

২৫। তোমার জীবনের সবচেয়ে খারাপ কাজ কোনটা?

২৬। আমি সিরিয়াস কিছু চাচ্ছি না।

২৭। আমি কি তোমার ডায়রি দেখতে পারি?

২৮। হঠাৎ কান্নায় ভেঙ্গে পড়া…

২৯। আমাদের অবশ্যই একসাথে লম্বা কোন ভ্রমনে যাওয়া উচিত।

৩০। আমি এই মুহূর্তে খাব না, কারণ একটু আগেই আমি একটা বার্গার খেয়েছি।

৩১। তোমার জীবনে যা ঘটে গেছে তা নিয়ে তুমি কি ভাবো?

সুত্র: এখানে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৭

নীলব্ল্ বলেছেন: amake ekhon watch keno rakha hoyeche jante pari??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.