নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল

নীলব্ল্

নীলব্ল্ › বিস্তারিত পোস্টঃ

বৈশাখে ইলিশ , সাধ থাকলেও সাধ্য নেই

১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

রাজধানীর কমলাপুরের শহীদুল হক চাকরি করেন একটি বেসরকারি কোম্পানিতে। ছোট ছেলে বায়না ধরছে পহেলা বৈশাখে ইলিশ খাবে। তাই ছেলেকে সঙ্গে নিয়ে সকালেই ফকিরাপুল কাঁচাবাজারে এসেছেন তিনি। কিন্তু বাজারে মাছের দাম শুনে তিনি ভীষণ হতাশ। কারণ সাধ ও সাধ্যের মধ্যে কোনোই সঙ্গতি খুঁজে পাচ্ছিলেন না শহীদুল হক।



রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, শহীদুল সাহেবের মতো অনেক ক্রেতার সাধ থাকলেও মাছের রাজা ইলিশ কেনার সাধ্য নেই। অনেকে আবার বাজার ঘুরে বড় ইলিশ দেখে শেষমেষ ছোট্ট ইলিশ কিনেই বাড়ি ফিরছেন। পাড়ায় মহল্লায় ফেরী করেও ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে। ফলে নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্তদের জন্য এবার ইলিশের স্বাদ নেওয়া বেশ কঠিনই হয়ে পড়েছে।



পহেলা বৈশাখের আগের শেষ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। রাজধানীর মাছ বাজারগুলোয় হু হু করে বাড়ছে ইলিশের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম হয়েছে দ্বিগুণ।



মতিঝিলের এজিবি কলোনী বাজার ঘুরে দেখা গেল, ১ কেজি বা তার চেয়ে একটু বেশি ওজনের একহালি ইলিশের দাম সাড়ে ৯ থেকে ১০ হাজার টাকা। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের হালি সাড়ে ৬ থেকে ৭ হাজার টাকা।



এবার রাজধানীর সব বাজারেই চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। পাইকারি বাজারগুলোয় ইলিশের সরবরাহ কম থাকায় এবারও দাম এত চড়া বলে খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন। কিন্তু অভিযোগ রয়েছে পহেলা বৈশাখ ঘিরে অতি মুনাফা পকেটে তুলছেন ব্যবসায়ীরা।



একটু কম দামে ইলিশ কেনার আশায় রাজধানীর অদূরে কাঁচপুর শিল্পাঞ্চল থেকে যাত্রাবাড়ী পাইকারী বাজারে আসছেন ইব্রাহিম মিয়া। বাজার ঘুরে হতাশ এ ক্রেতা। দামে কোনো পরিবর্তন নেই মালিবাগ রেলগেটের মাছবাজার থেকে।



বৈশাখবরণ করতে পান্তা-ইলিশ না খেলে যেন আনুষ্ঠানিকতা অপূর্ণই থেকে যায়। তাইতো বাজারে এসেছেন গৃহিনী খাদিজা বেগম। ইলিশের দাম শুনে হতাশ খাদিজা বললেন, ‘দামের ব্যাপারে তারা (ব্যবসায়ীরা) স্বৈরাচারিতার পরিচয় দিচ্ছে। সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এটাতো কোনো স্বাধীন দেশের ব্যবসানীতি হতে পারে না।’



আড়তদার ইদ্রিস আলী বলেন, এ মৌসুমে জাটকা নিধনে নিষেধাজ্ঞা থাকে। তারপর আবার মোকাবেও মাছের সংকট। বিপরীতে সব অঞ্চলেই ইলিশের ব্যাপক চাহিদা থাকায় দাম বাড়ছেই।



সূত্র: প্রথমবার্তা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.