নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল

নীলব্ল্

নীলব্ল্ › বিস্তারিত পোস্টঃ

তৃতীয় বছরে রেডিওভয়েস২৪

১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৩

‘ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে’ এই পৃথিবী নবজাতক শিশুর জন্য নতুন। নবজাতক যখন পৃথিবীতে আসে, তার কান্নার মাধ্যমে জানিয়ে দেয় আগমণের বার্তা এবং ধীরে ধীরে সে বেড়ে ওঠে জাতির কর্ণধার হিসেবে।ঠিক দুই বছর আগে অনেক অনলাইন রেডিওর ভিড়ে আত্মপ্রকাশ ঘটেছিল রেডিওভয়েস২৪.কমের।রেডিওভয়েস২৪.কম তার আগমণী বার্তায় ব্যাপক সাড়া ফেলেছিল মানুষের মনে। তারপর গুটি গুটি পায়ে হাঁটা, অক্লান্ত পরিশ্রম এবং অগণিত শ্রোতাদের ভালোবাসা নিয়ে রেডিওভয়েস আজ তৃতীয় বর্ষে পা রাখলো।রেডিওভয়েসের বর্ষপূর্তিতে রেডিওভয়েসের সিইও বিশ্বজিৎ দত্ত (নীল) এবং সব কলাকৌশলী ও আরজেবৃন্দ রেডিওভয়েসের সব শ্রোতাদের আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছে এবং শুভ কামনা জানাচ্ছে।



রেডিওভয়েসের বর্ষপূর্তিতে সোমবার সারাদিনব্যাপী আয়োজন করা হয়েছে নানান ধরনের মজার অনুষ্ঠান। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘পান্তা ইলিশ’, আরজে রিয়া ও সিফাত।



দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘রঙিন বৈশাখ’। আরজে জেসি ও অপূর্ব। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘বৈশাখী মেলা’। আরজে সানজি ও সান্তা।



সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘রকিং বৈশাখ’। আরজে প্রভা ও খালেদ এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ‘বৈশাখী ঝড়।’ আরজে মৃদুলা ও সোহেল।

অনুষ্ঠান শুনতে লগইন করুন-



ওয়েব: www.radiovoice24.com

ফেসবুক: fb.com/radiovoice24

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.