নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল

নীলব্ল্

নীলব্ল্ › বিস্তারিত পোস্টঃ

১২ মিনিটই যথেষ্ট পছন্দের মানুষকে পটাতে!

১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৯

নায়িকার মন পেতে কিনা করে নায়ক বেচারা! নায়িকার পিছু পিছু ঘুরে গান গাওয়া, গাছের ডাল ধরে ঝোলা, কোমর দুলিয়ে নাচা আরও কত কিছু। কিন্তু কায়দা জানলে এত কিছুর দরকার হয় না। কারো মন পাওয়ার জন্য প্রথম দেখার ১২ মিনিটই নাকি যথেষ্ট। তা সে নারী বা পুরুষ যেই হউক না কেন। ব্রিটিশ ট্যালবয়েট পত্রিকা ‘ডেইলি মেইলে’ প্রকাশিত এক গবেষণা জরিপে এ দাবি করা হয়েছে।

দুই হাজার নারী-পুরুষের প্রথম সাক্ষাতের অভিজ্ঞতার আলোকে গবেষণাটি পরিচালিত করে ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এএক্সএ। গবেষণায় বেরিয়ে আসে, একজন নারী একজন পুরুষের প্রেমে জড়াবেন কি না কিংবা একজন পুরুষ একজন নারীর প্রেমে জড়াবেন কি না, সিদ্ধান্তটি আসলে খুব দ্রুত নেওয়া হয়।

গবেষণা বিষয়ক ওই নিবন্ধে জানানো হয়, প্রথম সাক্ষাতে দ্রুত কারও মন পাওয়ার পেছনে বেশ কয়েকটি বিষয় কাজ করে। এর মধ্যে অন্যতম হলো হাসি, দৃষ্টি বিনিময়, নির্মল শ্বাস, মায়াবি কণ্ঠ ও পরিপাটি পোশাক।

গবেষণায় দেখা যায়, ৬৪ ভাগ নারী-পুরুষ তাদের মিষ্টি হাসি দিয়ে, ৫৮ ভাগ তাদের যাদুকরী দৃষ্টি দিয়ে এবং ২৫ ভাগ তাদের আকর্ষণীয় কণ্ঠস্বরের মাধ্যমে বিপরীত লিঙ্গকে কাবু করেছেন। এছাড়া নারীদের চুলের নতুন ঢং, নতুন পারফিউম, পরিচর্যায় সুন্দর হয়ে ওঠা অঙ্গ পুরুষদের দৃষ্টি কাড়তে সহায়তা করে।

আসলে নারী বা পুরুষের জন্য প্রথম সাক্ষাত বা ডেটিংয়ের প্রথম দিনটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিন যদি কেউ তার পছন্দের মানুষটিকে তার হাসি, দৃষ্টি বা সুবচন দিয়ে আকৃষ্ট করতে পারেন তবেই কেল্লা ফতে। তবে শরীর বা নিঃশ্বাসে দুর্গন্ধ থাকলে, কোনো কিছু নিয়ে কিরে কাটলে, তর্কাতর্কি বা ঝগড়া করলে, নোংরা পোশাক পরলে, হাসিখুশি ভাব না থাকলে কারও মন পাওয়ার আশা নিমিষে দূর হতে পারে। জরিপে আরো দেখা যায়, প্রতি ষোল জন নারীর একজন এবং প্রতি ২০ জন পুরুষের একজন প্রথম সাক্ষাতের দিনটি আকর্ষণীয় করতে ডায়েটিংও করেন। তবে প্রথম সাক্ষাৎ মনমত না হওয়া সত্ত্বেও অনেক পুরুষই দ্বিতীয় দফা ডেটিংয়ে যান।

গবেষণার ফলাফল সম্পর্কে মনোবিজ্ঞানী ডোনা ডসন বলেন, প্রথম সাক্ষাতে ছোটখাটো অনেক বিষয়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যা, মন পাওয়ার ক্ষেত্রে আপনাকে এগিয়ে দিতে পারে। এ ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও নির্মল শ্বাস মানুষের আত্মবিশ্বাস ফুটিয়ে তুলতে পারে। এটা অন্যরা বিবেচনায় নেয়। পরিপাটি পোশাক একই সঙ্গে কাউকে ভালো দেখায় এবং স্বস্তিতে রাখে। প্রথম দেখায় কারও দৃষ্টি কাড়তে এটি খুবই গুরুত্বপূর্ণ।

ডোনা ডসন আরো বলেন, চোখের দৃষ্টি মানুষের আন্তরিকতা ও বিশ্বাসযোগ্যতা প্রকাশ করে। চোখে চোখ রেখে কথা বলাটা প্রমাণ করে, আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর প্রতি কতটা আগ্রহী। কারও মন পাওয়ার ক্ষেত্রে হাসি সব সময়ই বড় প্রভাবক হিসেবে কাজ করে। এটা আপনার বিচলিত ভাব দূর করবে। দ্রুতই অন্যের মন পাওয়ার ক্ষেত্রে আপনাকে অনেকখানি এগিয়ে দেবে। গবেষক দলের একজন ক্রিস জোনস বলেন, প্রেমের ক্ষেত্রে প্রথম দেখায় দুরু দুরু ভাব থাকাটা স্বাভাবিক। এর মধ্যেই ছোটখাটো বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে। নিজেকে প্রস্তুত করতে হবে। কারণ প্রথম ভালো লাগাটা খুব দ্রুতই গড়ে উঠে!

প্রথম দেখায় যা যা করবেন

১. হাসিখুশি থাকুন

২. প্রিয় মানুষটির চোখে চোখ রাখুন

৩. সুগন্ধী মাখুন যাতে গা থেকে কোনোরকম দুর্গন্ধ না আসে

৪. মিষ্টি করে কথা বলুন

৫. প্রথম দেখার দিন নিজের সবচেয়ে সুন্দর পোশাকটি পরুন

সূত্র: প্রথমবার্তা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৫

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: পড়ে ভালো লাগলো।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

২| ১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১২

তৌফিক আনজাম বলেছেন: কামের পোসট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.