![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে মুজিবনগর করার দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে ন্যাপ ভাসানী, জাতীয় গণতান্ত্রিক লীগ ও কাজী আরেফ ফাউন্ডেশন।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে তারা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০১৪ পালন উপলক্ষে এ দাবি জানানো হয়। মানববন্ধন থেকে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে মুজিবনগর করতে হবে।
ন্যাপ ভাসানীর সভাপতি মুসতাক আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি আব্দুল করিম, স্বাধীনতা পরিষদের সভাপতি দুলু, প্রোগেস পার্টির মহাসচিব মো. নোমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পদক অরুন সরকার রানা, গণঅধিকার পার্টির সভাপতি হোসেন মোল্লা প্রমুখ।
সমাবেশ ও মানববন্ধন থেকে বক্তরা বলেন, বঙ্গবন্ধুর অবদানের কারণে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাই এ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর নাম পরিবর্তন করে মুজিবনগর করতে হবে। বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে বক্তরা বলেন, আগস্ট মাস শোকের মাস। তাই এ মাসে বানোয়াট জন্মদিন পালন করে নিজেকে হাসি ঠাট্টার বস্তুতে পরিণত করবেন না।
সুত্র: প্রথমবার্তা
২| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
মুসাফির... বলেছেন: বাংলাদেশের নাম পরিবর্তন করে "মুজিবদেশ" বানানোর দাবী জানাই।
৩| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরেরেররেরে
ধর আমারে!
দেশটা চাটার-চাটুকার আর চামচায় ভইরাে গেলরে....
সবার নামের আগে শেখ লাগানোর দাবী কবে তুলবা চামচা গং!!!!!!!!!
৪| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
মদন বলেছেন: "বাংলাদেশ" এর নাম দেওয়া হোক "পাগলাদেশ"
৫| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:০৩
ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশ= মুজিবদেশ, ঢাকা= মুজিবনগর, চট্টগ্রাম= শেখ হাসিনা গ্রাম, ফরিদপুর= শেখ কামাল পুর, ময়মনসিংহ= শেখ জামাল পুর, খুলনা= শেখ রাসেল নগর.... আরো লাগবে?
৬| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:০১
ইফতেখার কাদির বলেছেন: মুসাফির... বলেছেন: বাংলাদেশের নাম পরিবর্তন করে "মুজিবদেশ" বানানোর দাবী জানাই।
ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশ= মুজিবদেশ, ঢাকা= মুজিবনগর, চট্টগ্রাম= শেখ হাসিনা গ্রাম, ফরিদপুর= শেখ কামাল পুর, ময়মনসিংহ= শেখ জামাল পুর, খুলনা= শেখ রাসেল নগর.... আরো লাগবে?
এক দফা এক দাবি!!!!!!!
৭| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮
শিশিরবাবু বলেছেন: 'মুজিবদেশ' না হয়ে 'শেখেরদেশ' হলে আরো যথাযথ হবে। তবে বাংলাদেশী ভাই-বোনেরা আপনাদের 'রেলের কালো বিড়ালে'র সেই তোষামদী উক্তিটি মনে করিয়ে দিতে চাই," বাঘে ধরলে ছাড়তেও পারে হাসিনা ছাড়ে না"। সুতরাং দেশ, জাতি, বাপ সবার নামই ভুলে যেতে তৈরী থাকুন।
৮| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১১
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: মুসাফির... বলেছেন: বাংলাদেশের নাম পরিবর্তন করে "মুজিবদেশ" বানানোর দাবী জানাই।
ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশ= মুজিবদেশ, ঢাকা= মুজিবনগর, চট্টগ্রাম= শেখ হাসিনা গ্রাম, ফরিদপুর= শেখ কামাল পুর, ময়মনসিংহ= শেখ জামাল পুর, খুলনা= শেখ রাসেল নগর.... আরো লাগবে?
সব জেলা উপজেলা থেকে শুরু গ্রামের নাম শেখ মুজিবের নামে রাখার দাবী জানাচ্ছি। উ: কোরিয়াতেও এই রকম আছে।
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৩:৫৬
জাহাঙ্গীর জান বলেছেন: ঢাকার অপর নাম জাহাঙ্গীর নগর, যেটা আমার নামের সাথে সংযুক্ত সেটাই থাকা উচিত ।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
লেখোয়াড় বলেছেন:
তাই নাকি??
সেটা কি সম্ভব??