নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল

নীলব্ল্

নীলব্ল্ › বিস্তারিত পোস্টঃ

আমরা নিরস্ত্র তবে কাপুরুষ নই ।

০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৯

আপনারা যারা দিনে রাতে আমাদেরকে খুন করছেন তারা ভাববেন না আমরা আপনাদের মত ভীতু বা কাপুরুষ। আপনাদের সাথে আমাদের পার্থক্য শুধুই এই টুকু যে – আমরা মানুষ আর আপনারা অমানুষ। পার্থক্য এইটুকুই আমরা অস্ত্রহীন আর আপনারা অস্ত্রের জোড়ে সাহসী। আর কিছু ?



আপনারা দিনের পর দিন দেশ কে অশান্ত – অস্থির করে তুলছেন আমরা সব সময় শান্তি চাই। আপনারা ভিন দেশের দালাল আর আমরা বীর বাঙ্গালী। আপনারা মানুষ হত্যা করে পালিয়ে যান আর আমরা মরি তবে পালাই না । আপনারা আইন নিজের হাতে তুলে নেন আর আমরা আপনাদের কে ধাওয়া করি আইনের হাতে তুলে দেবার জন্যে।



একজন মানুষের সাথে আরেকজন অমানুষের তফাৎ টা দেখেছেন ?



দেখেছেন বৈকি। তাই তো পালান । আপনারা মেধাহীন, পশুবৃত্তি সম্পন্ন তাই মেধাবীদের সহ্য করতে পারেন না । আপনারা আলোকিত নন তাই রাতের আধারে আপনাদের যত্ত কুকাজ। সাহস থাকে তো আসুন না একজন মানুষ হত্যা করে না পালিয়ে বুক ফুলিয়ে রাজপথে দাঁড়ান – বলুন আমি খুনী।



এটুকু বলার সাহস নাই ? যোগ্যতা নাই কিছু করার তাই ভিন দেশের টাকায় নিজের ও পরিবারের জীবন যাপন করেন “মানুষ খুন “ করার জন্যে। কারন পশুর পক্ষে মানুষ চেনা তো মুশকিল !



জি হ্যা আমি আপনাকেই বলছি , আপনি যে রাতের আঁধারে একজন প্রগতিশীল , মেধাবী , সুযোগ্য মানুষ কে খুন করে পালালেন এর মাঝ দিয়ে আপনি কী পরিচয় দিলেন ? আপনি পরিচয় দিলেন যে আপনি একজন কাপুরুষ । সাহস থাকলে বলুন , “হ্যা আমি অভিজিৎ রায় কে হত্যা করেছি কারন সে একজন মুক্তমনা । সে একজন হিন্দু । “



পারবেন না । পারার কথাও নয় । কারন তাহলে তো আপনি নিজেই একজন মানুষ হতেন । এই আপনি কে ? আমরা জানি না । জানেন আপনি । তাই আপনাকেই বলছি , মনুষ্য শরীর নিয়ে জন্মে অমানুষ হলেন কেমন করে ? যদি কোনই যোগ্যতা আপনার নাই থাকে কিছহু করে খাবার তবে ইট তো ভাংতে পারেন । বা রিক্সা চালাতে ?



একজন খুনী হবার চেয়ে, একজন খুনী হয়ে পালিয়ে বেড়াবার চেয়ে এটা কী ভাল নয় যে আমি একজন শ্রমিক বা দিনমজুর – এই পরিচয় ।



আপনারা যারা দিনে রাতে মানুষ হত্যা করে চলেছেন তাঁরা সারা জীবন খুনী হিসাবেই পরিচিত থাকবেন । এমন কি আপনাদের যথাযথ দন্ড পাবার পরও আমরা আপনাদের বংশধরদের কে খুনীর ছেলে – মেয়ে – নাতি – পুতি বলেই চিনবো , জানবো , ডাকবো। ইতিহাস আপনাদেরকে কেবল ঘৃণাই উপহার দিবে । যা বংশ পরস্পরায় আপনার উত্তরাধীকারীদেরকে টানতেই হবে । ভাববেন না এখানেই শেষ ।



এখন শুরু – আপনাদের হত্যা লীলার আর আমাদের স্ফুলিঙ্গ হয়ে ওঠার। সময় শুধু অপেক্ষার। মানুষ ফুঁসছে – মানুষ জাগছে ।







দিলরুবা সরমিন

আইনজীবী ও মানবাধিকার কর্মী

প্রধান সম্পাদক , [প্রথমবার্তা.কম]

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভাল লিখেছেন ।

২| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৭

সাফি আব্দুল্লাহ বলেছেন: ”ইতিহাস আপনাদেরকে কেবল ঘৃণাই উপহার দিবে । যা বংশ পরস্পরায় আপনার উত্তরাধীকারীদেরকে টানতেই হবে ।” একদম ঠিক কথা। ধন্যবাদ গুরুত্বপূর্ন এবং সুন্দর লেখার জন্য

৩| ০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

সুন্দর লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.