নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল পাগলের দেশ থেকে

নদ

Alien on board

নদ › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রীয় শোকের মানে কি শুধু পতাকা অর্ধনমিত রাখা ?

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০

সাভার দুর্ঘটনায় বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ছুটি থাকবে না।



জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।



প্রধানমন্ত্রী বলেন, “শোক ঘোষণার ফাইল স্বাক্ষর করেছি। মন্ত্রিপরিষদ সচিবকে দিয়ে স্বাক্ষর করিয়ে দেওয়া হবে। তবে এদিন ছুটি থাকবে না।”



তাহলে রাষ্ট্রীয় শোকের মানে কি শুধু পতাকা অর্ধনমিত রাখা ?



Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫১

কে বা কারা বলেছেন: আমগো পর্ধানমন্ত্রী কইছে, সাভারের মানুষগুলারে আগেই সরায়া নেওয়া হৈছিলো। হ্যারা মালামাল আনতে গিয়া আবার ঢুকছে; হেল্লাইগা চাপা পইরা মরছে।

এই গল্পডারে বিশ্বাসযোগ্য করণের লাইগা আরো একটা অ্যাডভান্স গল্প বানাইলাম।

ঐ বিল্ডিংয়ে আছিলো ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ। বিল্ডিংয়ের চাপে ব্যাংকের ভল্ট ফাইট্টা ট্যাহা-পয়সা চতুর্দিকে ছড়ায়া পড়ে। হেই ট্যাহা-পয়সার লোভে এই গরিব শর্মিকরা ঢুকতে গিয়া আটকা পড়ছে।

কেমুন ঐলো গল্প?

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৫

নদ বলেছেন: সেরররররাম হইছে ।

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: এত মানুষের প্রান হানি
শোক প্রস্তাবে অবশ্যই ছুটি ঘোষণা করা উচিৎ

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

পাস্ট পারফেক্ট বলেছেন: এমনিতো ছুটির ঠেলায় বাচি না। আবার ছুটি দিলে পুরা জাতিকে অতল শোকের সাগরে অচিরেই ডুবিতে হইবে।

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

নদ বলেছেন: আপনার হিসাবেকি জাতি এখন সাগর থেকে ডাংগায় দৌড়ে বেড়াচ্ছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.