![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটে যাওয়া সাভারের ঘটনায় আমরা সবাই দুঃখিত । তবে অন্য একটা কারণে আমি আরও বেশি ব্যথিত, তা হল মানুষের যে কোন ব্যপারে সরকারকে দোষারোপ করাটা যেন একটা নিয়ম হয়ে দাড়িয়েছে । একটি বানোয়াট খবর পড়লাম সকাল বেলা, তা হল আমেরিকা নাকি সাভার ট্র্যাজেডিতে ভারী যন্ত্রপাতি ব্যব হার করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের সরকার তা করতে দেয়নি । এরকম বানোয়াট খবর আবার কেউ কেউ বিশ্বাস ও করেছে, আর করবেই বা না কেন যে দেশে মানুষ সাঈদিকে চাদের মধ্যে খুজে পায় তারা বিশ্বাস করবেনা তো কে করবে ? তারা কি কখনও ভেবে দেখেছে যে আমেরিকার ভারী যন্ত্রপাতির আশায় যদি বাংলাদেশের সরকার বসে থাকত, তাহলে হয়তো বেচে যাওয়া মানুষগুলোকে আর বাচানো যেত না।
কিছু কিছু ব্যাপারে সত্যিই আমাদের এক হয়ে কাজ করা উচিত । সব ব্যাপারে রাজনীতিকে নিয়ে টানাটানি করা উচিত নয় ।সব ব্যপারে সরকারকে দোষ দেয়াটা উচিত নয় । তাই আমি ব্যাক্তিগত ভাবে যাদের কে অশেষ ধন্যবাদ জানাতে চাই :
সরকারের তৎপরতা
বাংলাদেশ সেনাবাহিনীর ভুমিকা
বাংলাদেশ ফায়ার সার্ভিসের ভুমিকা
বাংলাদেশ নৌবাহিনীর ভুমিকা
সাধারন জনগন ও উদ্ধারকর্মীগনের ভুমিকা
বিভিন্ন সংগঠনের ভুমিকা, যারা আহতদের জন্য বিভিন্ন অনুদান নিয়ে এসেছেন।
মিডিয়া কর্মীদের ভুমিকা ।
অন্যদিকে আজকে যাদেরকে সবচেয়ে বেশি বিচারের সম্মুখীন হওয়া দরকার ।
সোহেল রানা
বিজিএমইএ
বিকেএমইএ
রাজউক
ও রানা প্লাজার প্রকৌশলীগন ।
কেউ বাদ গেলে দয়া করে তুলে দেবেন ।
ধন্যবাদ ।
৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮
নদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫
মাজহারুল হুসাইন বলেছেন: Foreign offers to provide experienced disaster rescue teams, which could potentially have saved more lives, were turned down last week, diplomatic sources said.
Documents seen by The Daily Telegraph indicate both Bangladesh's foreign and home ministries rejected the offers because they feared that accepting aid would damage national pride. The documents disclose a diplomatic campaign to persuade Bangladeshi officials to accept the assistance, and "face-saving" suggestions on keeping it low-key to avoid offending Bangladeshi sensitivities.
Bangladesh: UK rescue aid rejected after Dhaka factory collapse
দেখতে হবে না । চোখ বন্ধ করে রাখুন । কানে দিয়েছি তুলো, পিঠে বেধেছি কুলো । ভাইজান কি কোন পর্যায়ের হাম্বা ন্যাতা নি ?
৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০
নদ বলেছেন: ভাল করে খেয়াল করুন সাহায্য করার বিবৃতি এসেছে, ২৮এপ্রিল । আর ধস হয়েছে কবে ? ইংলিশ পেপার পড়তে জানা, আর উপলব্ধি করা এক জিনিস না ।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮
মাজহারুল হুসাইন বলেছেন: ভাইজান কি ইংরেজী পারেন ? লেখা আছে কি ?
Foreign offers to provide experienced disaster rescue teams, which could potentially have saved more lives, were turned down last week, diplomatic sources said. >>>গত সপ্তাহে সাহায্য নিতে অস্বীকৃতি জানানো হয়েছে । গত সপ্তাহ ২৮ তারিখে নিশ্চই ছিল না !
আর এটা বিবৃতি না । the telegraph এর খবর ।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩
লেখোয়াড় বলেছেন:
অনেক ব্লগার দারুন ভূমিকা রেখেছেন।
তারাও ধন্যবাদ পাওয়ার যোগ্য।
আপনাকে ধন্যবাদ।