![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস নেই নিঃশ্বাসটুকু আছে
তুমি কাছে নেই
তবে কি কারো পাশে?
খুঁজে খুঁজে যায় তোমায়
কেন মিছে মিছে?
ভুলে যেতে চাই
ঠেলে দিতে চাই
তবু মনে আসে
আমার নও' জেনেও
মন মিছে খুঁজে
ভুল করে, শুল হয়ে
কেন ফিরে ফিরে আসো
প্রতি প্রতি বার?
কেন ফুল হয়ে
ছদ্ম হূল হয়ে
ধ্বংস কর অনির্বার?
©somewhere in net ltd.