নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে আমার নিজের সমন্ধে কিছু বলার নেই । আমি অতি সাধারণ একজন মানু------------------

নুরএমডিচৌধূরী

আসলে আমার নিজের সমন্ধে কিছু বলার নেই । আমি অতি সাধারণ একজন মানুষ

নুরএমডিচৌধূরী › বিস্তারিত পোস্টঃ

বিচিত্র বিলাস

০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০১

বিচিত্র বিলাস

নুর এমডি চৌধূ্রী



ইচ্ছা করলেই যাবেনাতো থাকা

জীবণটা যে অনেক বিচিত্র

পথ গুলু আঁকাবাঁকা ।

জীবণ নদীর উথাল ঢেঁউ

দেখেছে কেহ দেখেনি কেউ,

জীবণ গাঙ্গের অতল্ পানি

ডুবেছে কেহ কারো হাতছানি

কেউ বা পাড়ে ধাঁয়,

করছে হায়হায় ।

ভাবছো জীবণ এপাড়ে বসি,

ওপারেতে সুখ রাশি রাশি

ভাবছো কি মন

বিনিদ্র রজনী

আসবেনা কভু

প্রাণ প্রিয় সজনী

উজান পথ ধাঁয়রে,

আহ কি কষ্ট যে

তমিস্রার এই তটিনীতে

তোমার এ দুঃখের দিনে

দু,টিকথা বলিতে

আপন বলতে কেউ নাইরে ।

তবু তুমি পথ চল

প্রাণ খুলে কথা বল

তবু তুমি সপ্ন দেখ

সুখ গুলিকে কাছে ডাক

অনেক সাধ করে,

সবি বিকাও তাঁহার তরে ।

চোখের দেখায় কত ঝরা প্রাণ

বোকভরা ব্যথা করে আনচান

রিদয়ের প্রেম মানিক রতন

সেও তো নিয়েছে বিকিয়েছে মন

আজব রঙের খেলা

তুমি দেখবেই সারাবেলা ।

অকৎসাত তোমার সপ্নগূলু

ঝড়বাতাসে হবে এলোমেলো

প্রবলঝড়ে তছনছ হবে

সকল সপ্ন নীলা

বুঝবেনা যে কোথায় আছ

কোথায়ই বা ছিলা ।

সেদিন হবে ইহজনমের

চাওয়াপাওয়ার শেষ

খুলবে খাতা পরজনমের

দেখবে যে হিসেব

এতটুকুও সেদিন তুমি

পাবেনাতো ছাড়

হিসাব শেষে খুলবে যে

দুযখ বেহেস্তের দ্বার

অনন্তকাল যে থাকবে তুমি

থাকবে এমনি করে

মাটির এই ঘরে ।

কতশত যুগ যুগান্তরে

আসবে মানুষ জগৎ পরে

তারঃপর একদিন তার ঈশারায়

শিঙ্গায় দেবে ফোঁক

জগত ফাটিবে

প্রলয়ঙ্কারে উথাল্

সবি হবে নিস্তুপ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.