![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে আমার নিজের সমন্ধে কিছু বলার নেই । আমি অতি সাধারণ একজন মানুষ
রমনা পার্কটা কেন জানি স্থবির হয়ে গেছে
রাস্তা গুলোও ভরে গেছে সবুজ ঘাসের ডগাতে
বসার বেঞ্চটাও যেন সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে।
হীনমন্নতায় কখনও এক পা এগোই
আবার ভীরুতায় দুই পা-ই পিছোই।
কেন বিবেকের দহন,কেন হৃদয়ের রক্ত ক্ষরন
সবুজ বৃক্ষ ছায়ায় সুখ নিতে এসে কেন মনটা কাঁদে।
কেন মনের অজান্তে চোঁখের পাতায় জল ছুঁয়ে যায়
কেন নীরব নিভৃত্যে স্মৃতিরা মনকে কাঁদায়।
সেদিনের সেই ক্ষণ জীবন্ত পাখা মেলে উড়ে পলকে পলকে
আজ থেকে এক যুগ ছিল তোমার আমার প্রণয় প্রহর
এই খানে,ঐ তো ঐ সবুজ বৃক্ষ ছায়।
প্রশ্ন রাখছি তোমাতে,ঠিক ভুলতে পেরেছ কি?
নাকি আমার মত এখনও নীরব ব্যথায় কাঁদ?
১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩
নুরএমডিচৌধূরী বলেছেন: আমার সমস্ত হৃদয় জুড়ে শুধু কষ্ট আর কষ্ট
এত কষ্ট যে যদি কলমের ডগায় ফুটিয়ে তুলতে পারতাম
মনে হয় কষ্টের নদী বয়ে যেত
কিন্তু পারিনা যে
তবু যতটুকু লিখছি
আশা করি আপনার
সুন্দর কমেন্টস পেলে
একদিন পারবো
কমেন্টস করার জন্যে
শুভেচ্ছা অনন্ত
ভাল থাকবেন
২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪
খেলাঘর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে, আবেগ আছে।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮
নুরএমডিচৌধূরী বলেছেন: চেষ্টা করছি
কিন্তু অনুভুতি গুলো এতোটাই ভোঁতা
হয়েছে বোমা মেরেও সজাগ করাতে পারিনা।
কিন্তু আপনাদের সুন্দর মন্তব্য গুলিই
আমাকে বেশি বেশি উৎসাহিত করছে
খুব করে বলছি ভাই বা বন্ধু ভেবে
আমার লিখাটার সমালোচনা করলে কৃতজ্ঞ হব
অনেক অনেক শুভ কামনা রইল
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:২৯
বলেছেন: ++++++++++++++++
১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৬
নুরএমডিচৌধূরী বলেছেন: খুব বিপদেই পড়লাম
কি বলে যে সন্মোধন করবো ভেবে পাচ্ছিনা
আচ্ছা ভাই বলেই বলছি
এতোগুলি ++++++++++
দিয়ে আমাকে লজ্জা দিলেন
আমি যে প্লাস এর ধারের কাছেরও লোক নই
তবে আপনার এই প্লাস আমাকে নতুন করে উজ্জীবিত করছে
করছে শপ্ন দেখাতে আমায়
আপনাকে অনেক অনেক অভিনন্দন
আশা করছি আম্নিভাবে আমাকে অনুপ্রাণিত করবেন
শু কামনা রইল
ভাল থাকবে
থ্যাংকস
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সব আবেগ ঢেলে দিয়ে লিখেছেন-----দারুন
১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২০
নুরএমডিচৌধূরী বলেছেন: দারুন!
দারুন !
এত্ত বড় ভাল লাগা
রিয়েলি কি লাগাতে পেরেছি?
যদি বিন্দু মাত্রও পেরে থাকি তবে
নিজেকে ধন্য মনে করব।
আমাকে এভাবে অনুপ্রাণিত
করায় আপনাকে
অনেক অনেক শুভেচ্ছা
ভাল থাকবেন
শুভ কামনা
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০
নাসরিন চৌধুরী বলেছেন: সুন্দর লিখেছেন--চাইলেই কি সবাই ভুলতে পারে!!
আমরা আমাদের অতীতকে কিন্তু সযত্নেই মনের অজান্তে লালন করি।
ভাল থাকবেন।