নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে আমার নিজের সমন্ধে কিছু বলার নেই । আমি অতি সাধারণ একজন মানু------------------

নুরএমডিচৌধূরী

আসলে আমার নিজের সমন্ধে কিছু বলার নেই । আমি অতি সাধারণ একজন মানুষ

নুরএমডিচৌধূরী › বিস্তারিত পোস্টঃ

ধূসর পৃথিবীর পরে

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০

জীবনে যারে দিলেনা একটি ফুল
মরনে কেন আনমনা সখি
করছ নাত ভুল?
ঊষার আকাশ এখনও বলে তোমার কথা,
এখনও শোনে আমার যত দুঃখ ব্যথা।
শ্রাবণের মেঘ এখনও শোধায় কষ্ট কত,
বলিনা তারে লোকিয়ে রাখি মোর দুঃখ যত।
সাগরের ঢেউ সেও তো হেরেছে হেসেহেসে,
বেদনার নীল সেও তো কেঁদেছে অবশেষে।
দুঃখ !!
জমে নয়ন পাড়ে,
যতই ভাবি তোমায় যেন দুঃখ ততই বাড়ে।
সুখ !!
সেতো কবেই গেছে মরে,
মাটির মায়ায় মিশে গেছে দেহ
স্বাদ করেও যে খোঁজেনি কেহ
ধূসর পৃথিবীর পরে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

জুন বলেছেন: ভারী দুঃখের কবিতা নুর এমডি চৌধুরী :(
+১ম

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

নুরএমডিচৌধূরী বলেছেন: অসম্ভব রুপে খুশি হয়েছি আপু
আপনার দৃশ্যমান হয়েছে বলে
কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো
জানা নেই
অনেক অনেক
ভ কামনা রইল আপু
ভাল থাকবেন

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

হা...হা...হা... বলেছেন: ভাল কবিতা

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

নুরএমডিচৌধূরী বলেছেন: ধন্যবাদ
শুভ কামনা
ভাল থাকবেন

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

নিলু বলেছেন: লিখে যান

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫২

নুরএমডিচৌধূরী বলেছেন: Thanks

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৫

খেলাঘর বলেছেন:


দু:খ জীবন থেকে বিদায় নেয় না।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩

নুরএমডিচৌধূরী বলেছেন: সত্যি

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৪

লিরিকস বলেছেন: ফেবু অফ আছে, খুললে আমিই নক করব :)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৪

নুরএমডিচৌধূরী বলেছেন: OK thanks

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: জীবনে যারে দিলেনা একটি ফুল
মরনে কেন আনমনা সখি
করছ নাত ভুল?


২য় ভালোলাগা ভ্রাতা +

অনেক শুভকামনা :)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৪

নুরএমডিচৌধূরী বলেছেন: অনেক অনেক শুভকামনা

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । +++

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬

নুরএমডিচৌধূরী বলেছেন: ভাললাগায়
অনেক খুশি হয়েছি
শুভ কামনা অনিমেষ

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫৯

আরজু মুন জারিন বলেছেন: জীবনে যারে দিলেনা একটি ফুল
মরনে কেন আনমনা সখি
করছ নাত ভুল?
ঊষার আকাশ এখনও বলে তোমার কথা, B-)) B-)) B-))

ভূল আর কি? ফুল টা যে দিলামনা
তাই আমি আনমনা সখি।
অন্ততপক্ষে মরনে যদি না স্মরি
নয় কি তব অকৃতজ্ঞতা ?? :-B :-B :-B

অনেক ভাল লিখেছ ভাইয়া .।ভাল থেক কেমন।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০২

নুরএমডিচৌধূরী বলেছেন: ঠিক তাই
ভালো না লাগা মানুষটির দেওয়া অগাধ প্রেম
আর
ভাল লাগা মানুষটি দেওয়া কষ্ট ব্যথা
আর চেয়েও অধিক প্রিয়
সুন্দর মন্তব্যের জন্য
ফুলেল শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.