নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল রাত্রি

খেলা খেলা দিয়ে শুরু, খেলতে খেলতে শেষ, কেউ বলেছিল ছিঃ ছিঃ, কেউ বলেছিল বেশ, কেউ বেসেছিল ভালো, কেউ খুঁজেছিল আলো, কেউ আলো খুঁজে পায়নি বলেই– হয়তো নিরুদ্দেশ

নীল রাত্রি › বিস্তারিত পোস্টঃ

আমার আমি

১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০১

হটাৎ হটাৎ আমার মাথা নষ্ট হয়ে যায়।
আজকের বিকেলে আবার দিশেহারা হয়ে গেলাম আয়নার দিকে তাকিয়ে। না, নিজেকে আমি আর দেখিনা।তোমার কিছুই আর অবশিষ্ঠ নেই আমার কাছে শুধু আচিন্ত্যকুমারের প্রথম কদম ফুল ছাড়া। সেটাই হাজার স্মৃতির ডালপালা মেলে দিলো নিজের অজান্তে। আমার জীবন ওলট পালট হওয়া কিছুকাল। অথবা পুরো জীবনটাই অগোছালো হয়ে গেছে।
আজ খুব বৃষ্টি নেমেছিলো বিকেলে। বাসা থেকে বের হওয়ার পর উদভ্রান্তের মতো হেঁটে যখন অনেকটা পথ চলে এসেছি, মনে পড়লো কয়েকদিন যাবত ভোগা জ্বরের কথা।
এই যে বৃষ্টির প্রতিটি ফোঁটা, আমার চোখ, মুখ, শরীরের শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে, এতেই যেনো আমার মরন হয়।
বৃষ্টিতে ফুটবল খেলতে থাকা ছেলেগুলোর বলটা কোনো এক দৈব টানে চলে এলো আমারই কাছে। দিলাম এক লাথ। জীবনে প্রথম। আহা, এ জীবন কতো যে ভুলে ভরা !
অনেক দূর চলে এসেছি হেঁটে। একটা রিকসায় উঠে বসে পড়লাম। কিছুক্ষণ ঘুরবো বৃষ্টিতে ভিজে ভিজে।
আকাশের দিকে চোখ বন্ধ করে বসে থাকলাম। সে এক অদ্ভুত অজানা রকমের শিহরণ।
অনেকেইতো বৃষ্টিতে ভিজে, আমার মতো অনুভব করে কয়জন !
নিজেকে উড়ন্ত পাখির মতো মনে হচ্ছে। আমিতো পাখি ই হতে চেয়েছিলাম। সব বারবার ভুল হয়ে যায়। ইচ্ছে করছে এভাবেই অনন্তকাল চোখ বুঁজে বসে থাকি। না না, উড়তে থাকি। আহা ! এখন জ্ঞান হারালে কতোই না ভালো হতো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.