![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুরা আমি তানভীর রেজোয়ান। ভার্চুয়াল দুনিয়ার অলি-গলি ঘুরে বেড়াই । এই চলার পথের ভাল লাগা মন্দ লাগা টুকু ভাগ করে নেব একসাথে এইখানে। স্বাগতম আমার ব্লগ এ।
ইসলামের বিরুদ্ধচারীরা বরাবরই বলে এসেছে, " ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তলোয়ারের জোরে আর রক্তের সমুদ্র মন্থন করে।" আমার সামনে কেউ একথা বললে তাদেরকে নবীজী (সঃ) এর দয়া আর মানবতার দৃশটান্ত দেখাতাম। আল - কুরআনের আয়াত দেখাতাম। বলতাম ইসলাম শব্দের অর্থই হল শান্তি। একের পর এক আল কোরআন আর আল হাদীসের আয়াত দেখিয়ে বলতাম দেখো সব আয়াত শান্তির পক্ষে, অন্যায্য হত্যার বিপক্ষে। যে মুসলিম, যে ইসলাম মানে সে কখনো কাউকে অন্যায় আঘাত করতে পারে না।
আসুন আরেকবার দেখে নেই হত্যা সমপর্কে আল্লাহ ও তার রসুল (সঃ) কি বলেন?
'দুনিয়ায় শান্তি স্থাপনের পর তোমরা তাতে বিপর্যয় ঘটিও না।' (সূরা আ'রাফ : আয়াত ৫৬)
“এই কারণেই বনী ইসরাঈলের প্রতি এই বিধান দিলাম যে, নরহত্যা অথবা দুনিয়ায় ধ্বংসাত্মক কার্য করার কারণে ব্যতীত কেউ কাউকেও হত্যা করলে সে যেন দুনিয়ার সকল মানুষকেই হত্যা করল।” “আল-কুরআন, ৫: ৩২”
রাসূল সাঃ বলেছেন, আল্লাহ বলেন: “হে আমার বান্দাহ্গণ! আমি আমার জন্য অত্যাচার হারাম করেছি এবং তা তোমাদের জন্যও হারাম করে দিয়েছি। সুতরাং তোমরা পরস্পর অত্যাচারে লিপ্ত হয়ো না।” “ইমাম মুসলিম, সহীহ্ মুসলিম, অধ্যায়: কিতাবুল বিররি ওয়াস সিলাতি ওয়াল আদাবি, অনুচ্ছেদ: তাহরীমুয যুলুম, বৈরূত: দারু ইহইয়াইত তুরাছিল আরাবি, তা.বি., খ. ৪, পৃ. ১৯৯৪।”
রাসূল সা. বলেন: “মু’মিন ব্যক্তি উচ্চমর্যাদাসম্পন্ন জীবন-যাপন করতে থাকবে যতক্ষণ পর্যন্ত হারাম পন্থায় অন্যের রক্তপাত না ঘটাবে।” “ইমাম আবু দাউদ, আস-সুনান, অধ্যায়: আলফিতান, অনুচ্ছেদ: ফী তা’মীমি কাতলিল মু‘মিন, প্রাগুক্ত, খ. ৪, পৃ. ১৬৭”
অথচ দিনের পর দিন তথাকথিত "ইসলাম্পন্থীরা" ইসলাম অবমাননার দায়ে একের পর এক খুন করে যাচ্ছে। তার চেয়েও ভয়ানক বিষয় হল সাধারন মুসলিমরা যারা অন্তর দিয়ে ইসলাম পালন করার চেষ্টা করেন নিজের ধর্মকে শ্রদ্ধা করেন তারাও বিভ্রান্ত হয়ে ভাবছেন "হুম ঠিকই তো, ধর্ম অবমাননাকারীর শাস্তি এই হওয়া উচিৎ" আরো আতংকের বিষয় হল আমাদের আলেমরা সবাই মিলে বলছেন না যে "এটা ইসলাম নয়, বরং এটাই ইসলামের অবমাননা"
নবী (সঃ) যে মানুষগুলো ঘরছাড়া করেছিলো, তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ তায়ালা কোরআন শরীফে বার বার ঘোষনা দিয়েছেন তিনি ক্ষমাশীল, পরম করুনাময়। সেই আল্লাহ ও তার রাসুলের নামে যখন একদল বিপথগামী সন্ত্রাসী একের পর এক মানুষ খুন করে যায় তাতে আল্লাহ ও তার রাসুলের অবমাননা হয় না??? তাতে প্রান-প্রিয় ইসলামের অবমাননা হয় না???
আজ ইসলাম বিদ্বেষী বলে ইসলামের নামে হত্যা করা হচ্ছে, আমরা চুপ করে আছি কারন আমি ইসলাম ভালোবাসি, আমি মুসলিম। কিন্তু একটিবারও তলিয়ে দেখছি না, এটা আদতে ইসলামকে হেয় করার এক ঘৃন্য ষড়যন্ত্র।
১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৫
অস্থির ভবঘুরে বলেছেন: এই পোষ্টটা ব্লগার অনন্ত কেন্দ্রিক ঘটনা প্রবাহকে কেন্দ্র করে লেখা নয়, বরং সামগ্রিকতাকে কেন্দ্র করে।
২| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৭
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: সবই আল্লাহর ইচ্ছা। তার হুকুম ছাড়া দুনিয়াতে কিছুই হয়না।
৩| ১৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৫
এন জে শাওন বলেছেন: এই ভাবেই সত্য,শান্তির র্ধম ইসলাম ঢাকা পড়ে ধর্ম ব্যবসায়ীদের ষড়যনন্ত্রে। যার ফলাফল ভোগ করি আমরা।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৮
জনতার রায় বলেছেন: ব্লগার অনন্ত মোটেও ইসলাম বিদ্বেষী নয়, সে খুন হয়েছে ফেসবুক স্ট্যাটাসে সিলেটের এক এমপির সমালোচনা করার জন্য।