![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি চেতনায় সনাতন সত্য কথা
কবিতা কথা বলে।
সে কথা কবির কানে কানে
মননের কতা বলে।
কবির মানস পটে আঁকে অক্ষয়, অম্লান, সনাতন ছবি।
যার তেজে তেজস্বী কবির
লেখনি থেকে বেড়িয়ে আসে-
শত সহস্র ছন্দ কবিতা হয়ে।
প্রকাশ ঘটে কবি চেতনার
প্রকাশ ঘটে কবিতার কথা।
এবার গোপনে কবির কানে নয়-
সমাজের সামনে, অসহায় জাতির সামনে
ফুঁটে ওঠে কবিতার কথা।
সে কি কবিতার কথা ?
নাকি অসহায় কবি মানসের
তেজদ্দীপ্ত বিস্ফুরণ ??
২| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৯
মেহেদী রবিন বলেছেন: অসহায় কবির তেজই হবে বোধ হয়। যে তেজে পাতা নড়ে না।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:১০
কবীর বলেছেন: সুন্দর হয়েছে