![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় বন্ধুরা,
আজ আমি সবার কাছে একটি অনুরোধ নিয়ে হাজির হয়েছি, আগামী ৩ জুলাই আমাদের কিশোরগঞ্জ-৪ আসনে উপ-নির্বাচন হবে, এই উপ-নির্বাচনে পরিবারতন্ত, ভাটির জনমানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সর্বোপরি বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের জন্য “অসীম” যে রাজনৈতিক আন্দলনের ডাক দিয়েছেন, দল, মত, জাতি, বর্ণ, নির্বিশেষে “অসীমের” এই আন্দলনে অংশগ্রহণ করে ভাটির ও সর্বোপরি বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনতে আমাদের সাহায্য করুন।
আমাদের ফেসবুক পাতাই লাইক দিয়ে এই পাতাটিকে সবার মাঝে ছড়িয়ে দিন।
View this link
ধন্যবাদ সবাইকে।
আমরা হানাহানির রাজনীতি চাই না ।
একতাই আমাদের বড় শক্তি।
তরুণরাই আগামীর ভবিষ্যৎ ।।।
আহমেদ মোতায়েদ (ণিপু)
২| ০৭ ই জুন, ২০১৩ ভোর ৪:২৩
যোগী বলেছেন:
সম্ভব হবে?
৩| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: অসিম কেডা ?
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ রাত ৩:১৯
খাটাস বলেছেন: ভাই আপনি একজন প্রবাসি। তাই যথার্থ সম্মান দিয়েই বলছি, আপনি একটা জেলার নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীর প্রচারনা চালাচ্ছেন ভাল কথা। কিন্তু তার কোন ডিটেইল না দিয়েই ফেবু পেজের লাইক ভিক্ষা করছেন। এ কেমন মানসিকতা ভাই? এভাবে আপনাকে বলতে সত্যি ই লজ্জা লাগছে। পেজে দেখলাম শুধু একটা পত্রিকা " মানব জমিনের" কিছু নিউজ শেয়ার করা। যে কোন তত্থে একটা সুত্র দেয়া ঠিক না। একটা সুত্র বায়াসড হতে পারে। প্রার্থী যদি ভাল হয়, সততা নিয়ে প্রচারনা চালান। ইনশা আল্লাহ বিমুখ হবেন না।