নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
এতদিন ভাবতাম শীতবস্ত্র সংগ্রহ অভিযান হয় শুধু নামেই, কাজে নয় । একটু আগে আমার সেই ধারণা ভুল প্রমাণিত হল ।
প্রতি রাতে রাস্তার পাশে ফুটপাথে শুয়ে থাকা মানুষগুলোকে দেখে কষ্ট হয় খুব । খোলা আকাশের নিচে, মনে হয় এদের কেউ নেই । "ঈশ্বর থাকেন ঐ ভদ্রপল্লীতে..."; এদের দিকে তাকানোর সময় তাঁর কোথায়? তাই তো রাতের পর রাত এরা তীব্র শীত আর কুয়াশার মাঝে পাতলা একটি কাপড় গায়ে জড়িয়ে ঘুমায় । কেউ কেউ পাতলা বস্তা পেচিয়ে শীত নিবারণের চেষ্টা করে । এমন অবস্থায় তাদের ঘুম আদৌ আসে কিনা, সন্দেহ হয় মাঝে মাঝে ।
আজ, একটু আগে যখন রাস্তায় হাঁটছিলাম, শহীদ মিনারের সামনের রাস্তায় দেখি বেশ একটা জটলা । কতগুলো মটর সাইকেল, আর একটি ভ্যান । ভ্যানের মাঝে কি বোঝা গেলো না দূর থেকে । প্রথমে মনে হল কাঁচামাল । পরে মনে হল কেউ হয়তো দুর্ঘটনা কবলিত হয়েছে । তাঁকে হয়তো ভ্যানে শুইয়ে নেয়া হচ্ছে । আমি রাস্তার অপর পাশ দিয়ে হেটে হেটে যাচ্ছি । ভ্যানটি আরও কিছুদূর এগিয়ে গেলো । এবার দেখতে পেলাম, সেটি থামল এক ফুটপাথে শোয়া মানুষের পাশে । তারপর বাইক থেকে মানুষগুলো নেমে, একটি কম্বল সেই মানুষটির গায়ে জড়িয়ে দিল! এই দেখে আশেপাশের আরও দুই-একজন পিছু নিল কম্বলের জন্য । কিন্তু, যারা আসলেই কষ্টে আছে, বেছে বেছে শুধু তাদেরকেই দেয়া হচ্ছিল সে কম্বল । খুব ভালো লাগলো এই দেখে যে, আসলেই এগুলো দরিদ্র মানুষদের কাছে পৌঁছায় । কিছুটা হলেও এতে তারা উপকৃত হয় । কয়েকটা রাত অন্তত তাদের ঘুম ভালো হয় ।
আমাদের প্রত্যেকের উচিৎ এভাবে শীতার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো । যার যেমন সামর্থ্য আছে, তাই নিয়ে এগিয়ে যাওয়া । নতুন কিনে দেয়ার সামর্থ্য না থাকলে পুরাতন কাপড় থাকলে তাই দিন । ওদের তো এটুকুই নেই । ওদেরকে না দিয়ে শুধু শুধু ঘরে রেখে লাভ কি? আপনি নিশ্চয়ই ওগুলো পড়েন না!
আসুন, বিপদের দিনে একে অপরের পাশে দাড়াই । মানুষ তো মানুষের জন্যই!
২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
...নিপুণ কথন... বলেছেন: কিন্তু এই গুণটি কয়জনের মাঝে আছে? সবার মাঝে এই গুণের বিকাশ চাই ।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: মানবিক আহ্বানে একাত্মতা জানাই।
দুস্থ মানুষের প্রতি অপেক্ষাকৃত ভালো অবস্থানে থাকা মানুষগুলো দায়িত্বশীল হবে, এটি মানুষের অতি স্বাভাবিক গুণ।