নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
যেন-তেন কথা নয়। সুদূর ম্যানসিস্টার থেকে বিয়ে, থুক্কু বিবিএ সম্পন্ন করে স্যার যখন দেশে ফিরলেন, তখন তিনি দেশের ছলচ্চিত্র জগতের রুগ্নদশা দেখে যারপরনাই আকুল এবং ব্যাকুল হলেন। তিনি চিন্তা করলেন, এভাবে চলতে পারেনা। বললেন, "আমাকেই কিছু করতে হইবেক"। হুংকার ছেড়ে বললেন, "আর ইউ পম গানা?" অত:পর হৃদয় হাতে নিয়ে ঝাপিয়ে পড়লেন ছলচ্চিত্রের উন্নয়নে। অসম্ভবকে সম্ভব করার ব্রত নিয়ে শুরু করলেন একাধারে ছলচ্চিত্র প্রোযজনা, পরিচালনা এবং বাকি সব। নায়কের ভূমিকায় হারিকেন জ্বালিয়েও তাঁর চেয়ে যোগ্য আর কাউকে খুঁজে পেলেন না তিনি। অগত্যা, এই গুরুদায়িত্বটাও নিজের কাঁধেই নিলেন। অসম্ভব রকমের সঠিক উচ্চারণ এবং তুখোড় অভিনয়ে সব নায়িকাদের কাবু করে ফেললেন একাই। সিনেমাহলগুলোতে হাসির রোল উঠলো, চারিদিকে তাঁর জয়জয়কার। বাকিটা? বাকিটা ইতিহাস!
এবার তিনি বাবা হতে চলেছেন। তাঁকে অভিনন্দন জানাই। আরেকটি "অসম্ভবকে সম্ভব করতে" সুদূর ব্যাংকক গিয়েছেন বধুকে নিয়ে। ফিরে এসে তিনি এবার স্বাস্থ্যখাতে হাত দেবেন বলে ধারণা করা যাচ্ছে। একটি অত্যাধুনিক সুসজ্জিত হাসপাতাল কি তবে পেতে যাচ্ছে জাতি? আপাতত "ইউ হ্যাভ টু অয়েট"। তবে, ছলচ্চিত্রজগতের মতো এই হাসপাতালেও তিনি নিজেই পরিচালক, চেয়ারম্যান এমনকি ডাক্তার হয়ে রোগীর ডেলিভারি করতে শুরু করবেন কিনা -এই আশংকা কিন্তু এখনো উড়িয়ে দেয়া যাচ্ছে না। কারণ, অসম্ভবকে সম্ভব করাই যে তাঁর কাজ!
©somewhere in net ltd.