নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
মোদিজি সেদিন ভিডিও কনফারেন্সের শুরুতেই কিছুক্ষণ বাংলায় কথা বললেন, ঈদের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের মানুষকে। তাতে সেদেশের কেউ আপত্তি তুলেছে বলে আমার জানা নেই। আমরা প্রগতিশীল মানুষরাও সেটাকে ভালো চোখেই দেখেছি। কিন্তু, ইনু সাহেবের অনেক আগে ভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া হিন্দীতে সাক্ষাৎকার এখন নতুনভাবে দেখে আমরা 'গেলো গেলো' রব তুললাম। আমরা সবাই 'সুশীল' হয়ে গেলাম। আবার আমাদের মুস্তাফিজ বাইরের কোনো দেশে খেলতে গেলে, তাঁরা যখন বাংলায় টুইট করে, তখন কিন্তু আমরা ঠিকই আনন্দ পাই।
একজন বাংলাদেশী হিসেবে আমার প্রথম পছন্দ অবশ্যই বাংলা। এই ভাষার জন্য আমাদের পূর্বপুরুষেরা জীবন পর্যন্ত দিয়ে গেছেন। কিন্তু বিদেশীরা এই ভাষা বোঝার কথা না। সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাষা ইংরেজিতে কথা বলাই শ্রেয়। ক্ষেত্রবিশেষে অন্য ভাষায় কথা বলাতেও দোষ নেই। বহুভাষা জানার মধ্যে কোনো Discredit নেই। বন্ধুভাবাপন্ন দেশের মানুষের ভাষায় কথা বললে বন্ধুত্ব আরও গাঢ় হয়। কিন্তু বিতর্ক এড়াতে সবসময় সব ভাষায় কথা বলা যায় না।
কথা হলো, এতোদিন কেনো তথ্যমন্ত্রীর এই সাক্ষাৎকারের ভিডিওটি নিয়ে এতো আলোচনা হলো না? কেনো এখন হচ্ছে? এখন হচ্ছে, কারণ অতি সম্প্রতি তিনি সরকারে থেকেও বেফাঁস মন্তব্য করে ফেলেছেন (সত্য-মিথ্যার তর্কে আমি যাবো না) এবং সেজন্য তাঁকে সংসদ ভবনে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। কারণ, আমরা সবাই সুযোগসন্ধানী!
দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের সবাইকে এক থাকতে হবে। এক হয়ে সন্ত্রাসীদের রুখতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে আরও সামনে। ছোটখাটো ভিন্নমত ভুল বুঝাবুঝি স্বার্থ ভুলে সবাই এক হয়ে দেশমাতৃকার জন্য লড়তে হবে।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৩
অগ্নি সারথি বলেছেন: দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের সবাইকে এক থাকতে হবে। এক হয়ে সন্ত্রাসীদের রুখতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে আরও সামনে। ছোটখাটো ভিন্নমত ভুল বুঝাবুঝি স্বার্থ ভুলে সবাই এক হয়ে দেশমাতৃকার জন্য লড়তে হবে। - সহমত।