নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

নিলক্ষেতের বইগুলো আসল তো?

১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪২



সেদিন ভাবলাম, অনেকদিন চর্চা নেই বিধায় ইদানিং ভুলভাল ইংরেজি বলছি, এর একটা বিহিত করতে হবে। গ্রামারের বই পেলাম আব্দুর রবের, পেলাম চৌধুরি অ্যান্ড হুসেইনের, পেলাম না পিসি দাসেরটা। ছোটবেলায় কেনা বইগুলো এখনও কিছু কিছু আছে। ভাবলাম, পিসি দাসের বইটাই তো সবাই কেনে, আমিও অনেককে সাজেস্ট করি। যাই নিলক্ষেত থেকে কিনে নিয়ে আসি।

নিলক্ষেত বইয়ের মার্কেট ঘুরে ফুটপাথ থেকে শুরু করে দোকানে দেখি একই লেখকের বই হলেও সেগুলো আলাদা আলাদা। ফুটপাথে পুরাতন বইয়ের এক দোকানে পেলাম ময়লা অথচ আসল একটা বই। সেটা বেশি মোটা, এখন বাজারে যেটা বেশি বিকোয় সেটার প্রায় দ্বিগুণ মোটা। খুলে দেখি এটা বেশি ডিটেইলে লেখা। আমার দরকার অল্প কথায় জিস্ট ইংরেজি গ্রামার।

কয়েক দোকান ঘুরে তাজ লাইব্রেরি থেকে এই বইটা কিনলাম। তিনি দাম চাইলেন ১২০টাকা। অথচ পাশের এক দোকানেই দাম ৮০টাকা পর্যন্ত রাখতে রাজি। সেটা বলতেই বিক্রেতা জানালেন, একই লেখকের লেখা দেখতে এক হলেও ভেতরে পার্থক্য নাকি আছে!

তারপর বইটা কিনে এনে বিপদেই আছি। খালি স্পেলিংয়ে ভুল চোখে পড়ে। আজ দেখি ৭৯ পাতায় hand এর adjective লিখে রাখছে handsome. এটা কীভাবে হয়? আবার handful তো noun. কনফিউশন থেকেই ফেসবুকে পোস্ট দিলে এক বন্ধু জানালো, সঠিক উত্তর handy.

এই যদি হয় অবস্থা, তবে দেশের মেধাবিরা কী শিখছে? তাদেরকে ভুল শিক্ষা দেয়া হচ্ছে নাকি? নিলক্ষেতের দোকানিরা তো ইন্টারনেট থেকে পিডিএফ ফরম্যাট নামিয়ে এই বইগুলো নিজেরা প্রিন্ট করে বাঁধাই করে। সঠিক পিডিএফ হলেও তো ভুল হবার কথা না! আমি আসলেই কনফিউজড। ভারত থেকে আনা পিসি দাসের আসল বই মনে হয় এটা না।

নিলক্ষেত আছে বলেই আমরা সুলভে বই পাই, এটা ঠিক। কিন্তু বইয়ের মানের দিকেও নজর দেয়াটা জরুরি।

-দেব দুলাল গুহ

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাংলায় ফরমালিন মুক্ত বলে কিছু বলে মনে হচ্ছে না!

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

বলবো না!! বলেছেন: "গ্রামারের বই পেলাম আব্দুর রবের" আব্দুর রব মানে কি ক্যাডেট কলেজ এর আব্দুর রব স্যারের সেই হলুদ মলাটের বই? সেই বই এখনও পাওয়া যায়?

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৯

...নিপুণ কথন... বলেছেন: এখন পাওয়া যায় কিনা জানিনা। আমি ক্লাস সিক্সে থাকতে বাবা যেটা এনে দিয়েছিল, সেটাই আছে। টিয়া রঙের।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বই এর বাইরেও গুগল - এর সাহায্য নিতে হবে মনে হচ্ছে...

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন: মহা বিপদ!

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৮

radha বলেছেন: একি শুনছি!! কোনটা যে কিনে কোন ভুল অংশের মাশুল দিতে হয় কে জানে!! :(

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৮

আরজু পনি বলেছেন:
মনে হচ্ছে নির্দিষ্ট কিছুর উপর ভরসা করলে ধরা খেতে হবে :|
আরো সতর্ক হতে হবে দেখছি।

ধন্যবাদ পোস্টটির জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.