|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
কিছু কিছু মানুষ আছে, যারা শত বাধা অতিক্রম করে একা একাই ছুটে চলে। আপনার আশপাশেই আছে সে। আপনিই হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনো না কোনোভাবে তার চলার পথের বাধা। হয়তো আপনিও কোনো সময় তার কষ্টে হেসেছেন, সে ভালো করলেও উৎসাহ না দিয়ে আড়ালে হেসেছেন তার গায়ের কমদামি কাপড় আর পায়ে জুতার বদলে স্যান্ডেল দেখে!
এই অদম্য মানুষগুলি অধিকাংশ ক্ষেত্রেই হতাশ হয়ে কিছুদূর গিয়ে জীবন যুদ্ধে পরাজিত হয়ে ঝরে পড়ে। কারণ এদের পাশে কেউ দাঁড়ায় না। কেউ সাহস দেয় না, কেউ এসে হাতটি ধরে কিছুদূর এগিয়ে দেয় না। একটিবার জানতে চায় না, সে এইবেলা খেয়েছে কিনা। তার হাসিমুখের আড়ালে নিরব কান্নার জল কেউ দেখে না।
আমি এই মানুষটির দলে। আমি জানি, এর কতো কষ্ট মনে।
তাই, আপনাকে বলবো, পারলে একে বাধা না দিয়ে উৎসাহ দিন, অনুপ্রেরণা দিন। ভালো কাজটির প্রশংসা করে একটিবার পিঠ চাপড়ে দিন। ফেসবুকে হতাশাজনক কিছু লিখলে সাহস দিয়ে কমেন্ট করুন, লাইক দিয়ে ভালো কাজে উৎসাহ দিন। আর উৎসাহ দিতে না পারলে, আর যাই করুন, প্লিজ বাধা দিবেন না।
একটি কথা জেনে রাখুন, আপনি সহযোগিতা না করলেও এই কঠোর পরিশ্রমী মানুষগুলো কোনো না কোনো ক্ষেত্রে সফল হবেই। আপনার জন্য যা পাওয়া সহজ, তা তার জন্য অনেক কষ্টার্জিত বলেই তার সফলতা বেশি। তার বন্ধু হোন, তাঁকে বুকে আগলে রাখুন। 
-দেব দুলাল গুহ
 ৪ টি
    	৪ টি    	 +৩/-০
    	+৩/-০২|  ২৮ শে ডিসেম্বর, ২০১৬  রাত ২:৩২
২৮ শে ডিসেম্বর, ২০১৬  রাত ২:৩২
আশফাক ওশান বলেছেন: ভালো বলেছেন ভাই।
৩|  ২৮ শে ডিসেম্বর, ২০১৬  ভোর ৪:২৫
২৮ শে ডিসেম্বর, ২০১৬  ভোর ৪:২৫
ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন । ভাল লাগল ।
শুভেচ্ছা রইল ।
৪|  ৩০ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৭:৪৬
৩০ শে ডিসেম্বর, ২০১৬  সকাল ৭:৪৬
আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: ভাল লিখেছেন। বিজ্ঞজনেরা বলেন, বাঙালি নাকি কাকড়া মনোবৃত্তি'র চর্চা করে। অর্থাৎ অপরের উন্নতি তাদের দুচোখের বিষ।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬  রাত ১:০২
২৮ শে ডিসেম্বর, ২০১৬  রাত ১:০২
সচেতনহ্যাপী বলেছেন: দারুন লিখেছেন।। আমিও তাদেরই একজন।। তাই কন্ঠে সুরও আর উৎসাহ দিতে না পারলে, আর যাই করুন, প্লিজ বাধা দিবেন না।