নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ধরুন আপনি রাস্তা দিয়ে আপন মনে হেঁটে যাচ্ছেন, আপনার খুব তাড়া। কারো কোনো ক্ষতি না করে কোনোদিকে না তাকিয়ে সোজা পথে হাঁটছেন আপনি। এমন সময়ে হঠাৎ পিঠের পেছন দিকটায় প্রচন্ড ব্যথা অনুভব করলেন, যেন কেউ আলপিন ঢুকিয়ে দিয়েছে! পরক্ষণেই পিঠজুড়ে ছড়িয়ে পড়লো বিষের জ্বালা, আপনি বুঝলেন, বল্লা এসে হুল ফুটিয়েছে আপনার পিঠে! আপনি তো খেয়ালই করেননি আশপাশে কোথায় বল্লার চাক আছে, সেই চাকে আপনি খোঁচাও দেননি ছোঁড়েননি ঢিল! তবু কেন আপনাকেই বল্লা আক্রমণ করে বসলো?
.
এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। আপনি হয়তো খুব ভালো সহজ-সরল মানুষ, কারো উপকার ছাড়া ক্ষতি করেন না। তাই বলে যে আপনার শত্রু থাকবে না, বিষয়টি এমন নয়। গল্পের বল্লার মতো এমন কিছু লোক আপনার চলার পথের বাঁধা হয়ে দাঁড়াবে, আপনাকে সুযোগ পেলেই কষ্ট দেবে। তাই পরেরদিন যদি আপনি বল্লার চাকটি ওখানেই রেখে পাশ দিয়ে কিছু না করেই হেঁটে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আবার বিপদে পড়বেন। তাই আপনি না চাইলেও আপনাকে নিজের আত্মরক্ষার জন্য অনতিবিলম্বে বল্লার চাকটি সেখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। একইভাবে, সমাজের যেসব মানুষরূপী কীট আপনাকে ভালো থাকতে দিতে চায় না, না চাইলেও আপনাকে সাহস করে এগিয়ে গিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি, এইসব বেলায় আসলেই অহিংস নীতি খাটে না
দেব দুলাল গুহ
©somewhere in net ltd.