নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
বিয়ে করে বউ বাড়ি নিয়ে আসার পর দেখা গেলো সর্বনাশ হয়ে গেছে। পরের বউকে তুলে নিয়ে আসছে! এখন উপায়? তন্নতন্ন করে খুঁজেও বউ পাওয়া গেলো না। কারণ বউয়ের যে ছবি আছে, তা দেখে তাকে চেনা সম্ভব নয়। আবার পরের বউকেই বা ফেরাবে কী করে? কার বউ কার কাছে কোথায়, তা কেউ জানে না!
এই বউ হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেলো অনেক ঘটনা। সাদামাটা অখ্যাত কলাকুশলী দিয়ে অল্প বাজেটের দারুণ এই ছবিতে আমির খানের ফিল্ম হাউজ দেখিয়েছে এই যুগেও কতটা অন্ধকারে বাস করে মানুষ, বিশেষত মেয়েরা। স্বামীর নাম মুখে আনতে মানা, ঘোমটা উঠানো মানা। ছবি আঁকা ভালো নয়, পড়ালেখা ভালো নয়! ছবি তোলাও যাবে না ঘোমটা উঠিয়ে! মেয়েদের পছন্দের খাবার রান্না হয় না, পুরুষের সিদ্ধান্তেই সব হয়। যৌতুক প্রথা এখানে চিরায়ত সত্য।
অল্প সময়েই তুমুল জনপ্রিয়তা পাওয়া 'Laapataa Ladies' ছবিতে আমির খানের ফিল্ম হাউজ এমন অনেক কুসংস্কারকেই তুলে এনে সমালোচনা করেছেন। হাস্যরসের মাধ্যমে দারুণ মুন্সীয়ানায় তুলে ধরেছেন ভারতের বিশেষত উত্তর প্রদেশের সমাজের চিত্র। দেশটা ভারত আর হিন্দুদের রীতির সমালোচনা করেছেন বলেই পাড় পেয়ে গেছেন। মুসলিমদের নিয়ে কিছু বলেন নি। শুধু একটা জায়গায় ঘোমটার প্রসঙ্গে বোরকার বিষয়টা এসেছে ৫ সেকেন্ডের জন্য। যে জনাব জ্ঞান দিচ্ছিলেন মুখ না দেখালে বউ খুঁজে পাবে কী করে, তার বিবিই মুখ ঢেকে এসেছেন! এসেছে পুলিশের ঘুষ খাওয়া, নেতার পলিটিক্যাল নিকৃষ্ট গেইম, যৌতুক প্রথা, পশ্চাৎপদ জনগোষ্ঠীর গল্প, সমাজের বিরুদ্ধে গিয়ে মেয়েদের আত্মনির্ভর হওয়ার গল্প ইত্যাদি।
এখানে ছবিটার কিছু দৃশ্য তুলে ধরলাম। ছবিটা দেখুন। আপনার সময়ের অপচয় হবে না। আপনি ভাবতে শিখবেন। আপনি প্রশ্ন তুলতে শিখবেন। বাংলাদেশে এমন ছবি বানাতে পারতেন তারেক মাসুদ। তাঁকে আমরা অসময়ে রাস্তায় হারিয়ে ফেলেছি। নতুন কাউকে সাহস করে এগিয়ে আসতে হবে। দেব দুলাল গুহ।
মুভির কিছু অংশ দেখে আসতে পারেন এখানে ক্লিক করে লাপাতা লেডিজ দেখুন
১৭ ই মে, ২০২৪ রাত ৮:৪৪
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ। মোবাইল থেকে পোস্ট করেছিলাম। কিন্তু মোবাইল থেকে ডিলিট অপশন পাচ্ছিলাম না। ল্যাপটপ থেকে ডিলিট করলাম।
২| ১৪ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
প্রামানিক বলেছেন: ছবি মন্দ না
১৭ ই মে, ২০২৪ রাত ৮:৪৩
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২৪ সকাল ১০:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- একই পোস্ট পরপর দুইবার হয়েছে। একটি সরিয়ে ফেলুন।