| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...নিপুণ কথন...
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
সোহেল তাজকে ভুল বুঝবেন না। শেখ হাসিনা এভাবে হঠাৎ কাউকে কিছু না বলে চলে যাবেন, এটা খুব কাছের অল্পকিছু মানুষ ছাড়া কেউ জানতো না। পরিবর্তিত পরিস্থিতিতে দেশে যারা আছেন, অন্তত মহান মুক্তিযুদ্ধে যারা সরাসরি নেতৃত্ব দিয়েছেন, যারা বাহাত্তরের সংবিধানমনা, তাঁদের জান বাঁচানো ফরজ। তাই বাঁচার জন্য এখন অনেকেই অনেক কথা বলবে।
আমার মনে হয় তিনি ৫ অগাস্টের পর থেকে যা যা বলছেন, এগুলা প্ল্যানের অংশ। আপাতত বিজিবি হত্যাকান্ডের মামলা থেকে বাঁচা ফরজ। বেঁচে থাকলে পরে দেশের জন্য অনেক কিছুই করা যাবে। তাই তিনি বা তাঁর বোন কোথায় কী বলছেন তা দেখে এতটা কষ্ট পাওয়ার কিছু নেই।
পাশাপাশি এটাও ঠিক যে দেশের মুক্তিযুদ্ধের অন্যতম মাস্টারমাইন্ড ও প্রথম প্রধানমন্ত্রীর পরিবার হিসেবে তাঁদেরও অনেক অপ্রাপ্তি ও ক্ষোভের জায়গা আছে। অনেক জায়গাতেই বঙ্গতাজ শহীদ তাজউদ্দীন সাহেবকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়নি বলে তাঁদের মনে হয়েছে। জেল হত্যা দিবসকে শোক দিবস ঘোষণা বা রাষ্ট্রীয় ছুটি ঘোষণা না করা তার মাঝে একটা। স্বাধীনভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করতে না পারা আরেকটা। 'বডি সোহেল' বলে একজনের ব্যাক্তিজীবন নিয়ে ঠাট্টা-তামাশা করা, তাঁকে দল ও সরকারের বড় পদে না পেয়ে নেতাকর্মীদের কদর্য হাসিঠাট্টা হতাশা প্রকাশ ইত্যাদিও আছে।
কিন্তু যে যা-ই বলুক, দিনশেষে একটা কথা সত্যি। আর তাহলো-- বঙ্গতাজ যেমন কখনও বঙ্গবন্ধুর সাথে বেঈমানি করেননি, তাঁর পরিবারও করবে না। তবে সবকিছুতেই সব জায়গায় একটি ছবি থাকার বিরোধিতা হয়তো তাঁরা করবেন এই সুযোগে। তাঁরা হয়তো চাইবেন জাতীয় চার নেতাকেও রাখা হোক। যেমনটা তাঁরা বলতে শুরু করেছেন বা বলবেন, "কোনো একক নেতৃত্বে দেশটা স্বাধীন হয়নি"!
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী
২|
১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫২
ক্লোন রাফা বলেছেন: সোহেল তাজ ভুল করেছে মন্ত্রিত্ব ত্যাগ করে । শুণ্যস্থান কখনও খালি থাকেনা। বাংলাদেশের মত তৃতীয় বিশ্বে দেশের জন্য কিছু করতে চাইলে কোন পদে থাকা জরুরি! উনি থাকলে মন্ত্রী সভায় একজন দুর্ণীতিবাজ কম থাকতো। এতে দেশের উপকার হইতো!
আমার বিশ্লেষনে এটাই বুঝি আমি। ধন্যবাদ , তার প্রতি নমনীয় থাকার আবেদনে।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:২২
নান্দাইলের ইউনুছ বলেছেন:
সোহেল তাজ ও তার বৈনের এই সময় মাথা গরম করা ঠিক নয়।
আবার সুদিন আইলে মাথা গরম কৈরেন।