নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

এবার কি ইরানে রেজিম চেঞ্জ হবে?

১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:০৪

ইরানের নাগরিকদের উদ্দেশ্যে আবারও সম্প্রীতির বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানেলেন ইরানিদের বার্তা তিনি পেয়েছেন। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এক বার্তায় তিনি ইরানিদের জানালেন, এই খামেনি নেতৃত্বের কারণে তাদের কতটা ক্ষতি হচ্ছে, তারা কতটা পিছিয়ে যাচ্ছেন। ইরানের পক্ষ থেকে ইসরায়েলে গত হামলায় ইরানের প্রায় ২.৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে জানিয়ে, তা ইরানের উন্নয়নে কাজে লাগানো যেত বলে মত দেন তিনি। তিনি স্পষ্ট করে বলেন, খামেনির সরকারের কাছে ইরানের উন্নয়নের চেয়ে ইসরায়েলের ধ্বংস বেশি গুরুত্ব পাচ্ছে।

নেতানিয়াহু বলেন, এই অবস্থায় আরেকটি হামলা চালালে ইরানের আর্থিক সক্ষমতার উপরে টান পড়তে পারে, যার ফলে ইরানিদের ভোগ্য অনেক কিছু থেকে তারা বঞ্চিত হবেন। তিনি এই টাকাটা ইরানের উন্নয়নে কাজে লাগাতে উৎসাহিত করেন। ইরানের পানি সমস্যায় ইসরায়েলের আধুনিক প্রযুক্তি নিয়ে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। খামেনির রেজিম এর বিরুদ্ধে বক্তব্যের এক পর্যায়ে তিনি প্রতিশ্রুতি দেন দুই দেশ একসাথে সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার। আবার তিনি এই হুশিয়ারিও দেন যে প্রতিদিন একটু একটু করে শক্তিশালী হচ্ছে ইসরায়েল।

নেতানিয়াহু তথা ইসরায়েল মূলত চাচ্ছে, ইরান ও তার প্রক্সিদের ব্যাপক মিসাইল হামলার জবাবে ইসরায়েল যে স্বল্পমেয়াদী নিয়ন্ত্রিত সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করে এসেছে, এখানেই এই যুদ্ধের ইতি হোক। কেননা যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানেই খরচ। তিনি স্পষ্টভাবেই বলেছেন, তিনি আর যুদ্ধ চান না, যেমনটা চায় না দুই দেশের নাগরিকরা। কিন্তু খামেনি এই আহবানে কান না দিয়ে আরও ক্ষেপে যাবেন বলেই আমার ধারণা। শীঘ্রই ইরান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে-- এমন গোয়েন্দা তথ্য হাতে আসার পরেই সময় নিয়ে তিনি বার্তা দিতে এসেছেন বলে আমার ধারণা; যাতে পালটা হামলায় ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হলে বিশ্ব ইসরায়েলকে শুধু দোষ দিতে না পারে।

কিন্তু, বাস্তবতা হচ্ছে এই-- ইরান আবারও হামলা চালালে এবার ইরানে রক্তের গঙ্গা বইবে। খামেনিসরকারের পতন হতে পারে খামেনির লাশের উপর দিয়ে। বিশেব্যাপী রেজিম চেঞ্জ করায় অভ্যস্ত ডেমোক্র্যাটরা ক্ষমতা ছাড়ার আগেই ইরানের রেজিম চেঞ্জ হয়ে যেতে পারে। এখনও প্রায় ২+ মাস ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প আসার পর ইরান আরও স্যাংশান খাবে। তখন খামেনি আর হামলা করার মতো সক্ষমতা রাখবেন না। যা করার তিনি এই ২+ মাসেই করবেন বলে মনে হচ্ছে। করলেই সরকার পতন এবং খামেনির লাশ দেখতে হতে পারে ইরানিদেরকে। দেব দুলাল গুহ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৪

সৈয়দ কুতুব বলেছেন: ইরানে সরকার পতন হওয়ার চান্স অনেক।

২| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১:০৪

কামাল১৮ বলেছেন: ট্রাম্প ক্ষমতা গ্রহনের পর ইসরায়েলের যুদ্ধ এমনিতেই বন্ধ হয়ে যাবে।বাংলাদেশেও আসবে পরিবর্তন।

৩| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ১:০৬

কামাল১৮ বলেছেন: ইউনুসের তির্যক মন্তব্য সবই মনে আছে ট্রাম্পের।

৪| ১৩ ই নভেম্বর, ২০২৪ রাত ৩:১৬

নান্দাইলের ইউনুছ বলেছেন:

ইরান অনেক আধুনিক দেশ আছি।
খোমেনী আর খামেনীরা খাইছে।
এখন সব

৫| ১৩ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:১৬

আহরণ বলেছেন: ইরানে ওদের নিজেদের মাঝেই ইসলামি রেজিমের উপর ক্ষোব আছে।

৬| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:০২

জুন বলেছেন: ইরানের মত একটা আধুনিক দেশকে ৫০০ বছর পিছিয়ে নিয়ে গেছে। আর ইতিহাস বলে দীর্ঘ দিন একই রকম শাসন ব্যবস্থা চলমান থাকেনা কোন দেশেই।

৭| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইরার এবার ৪ বছরের মতো সময় চুপ থাকবে। ইরানীরা দাওয়াত খাওয়া মৌলভি নয়।

৮| ১৩ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫৩

Ruhin বলেছেন: ইরানীয়ান রা বাংলাদেশের মতো ধর্মান্ধ ও রক্ষনশীল না। ১৯৭৯ এর আগে এমনকি এখনো দেখলে বুঝা যায়।

৯| ১৩ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৩

মেঘনা বলেছেন: খামেনির ইরান মানব সভ্যতার ক্যান্সার।

ইসলামিক রিপাবলিক ইরান, রাষ্ট্রীয় ভাবে সন্ত্রাসী সংগঠন হিজবুল্লা, হামাস, হুতি, তৈরী করেছে - বিদেশে সন্ত্রাস পরিচলনা করতে।

১০| ১৩ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৭

তানভীর_আহম্মেদ বলেছেন: নেতানিয়াহু মনে করেন যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানেই খরচ, তিনি আর যুদ্ধ চান না :D
নিঃসন্দেহে অতি উচ্চমানের বিশ্লেষণধর্মী লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.