নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

রংপুরের হিন্দু সমাবেশে যাচ্ছেন? সতর্ক হোন।

২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫০

সনাতনীরা রংপুরে মহাসমাবেশ করছেন, ভালো কথা। সমাবেশ করার, মত প্রকাশের স্বাধীনতা সংবিধান আপনাকে দিয়েছে।

সারা দেশ ঘুরে আপনারা নিজেদের দাবিদাওয়া তুলে ধরতেই পারেন, ঐক্যবদ্ধ করতেই পারেন নিজধর্মের লোকদের। কিন্তু ভুলেও কেউ জাতীয় পতাকার উপরে কোনো পতাকা বা কাপড় রাখবেন না। এটা জাতীয় পতাকার অবমাননার সামিল।

চট্টগ্রামে বুঝে বা না বুঝে এই কাজ করে বা না করে থাকলেও ফটোশপ করে হিন্দুদেরকে বিপদে ফেলা হয়েছে। উগ্রবাদী জ*ঙ্গী সংগঠনের তকমা দেওয়া হয়েছে। এটা যাতে রংপুরেও না করতে পারে।

প্রশাসনের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত মেনে নিয়ে ভালো কাজ করেছেন। আজ একটি বিশেষ দিন। তাই নিরাপদ দূরত্বে থাকাই ভালো। সর্বক্ষেত্রে উস্কানি আর উগ্রতা পরিহার করতে হবে।

উস্কানি না দিয়ে ও উস্কানিদাতাদের ফাঁদে পা না দিয়ে শুধু নিজেদের কথা বলে যান। দেয়ালে পিঠ ঠেকে গেলে নিরীহ-নির্বিবাদ মানুষটিও প্রতিবাদী হয়। তবে মনে রাখবেন অনেক ক্ষেত্রে হিন্দুরাই হিন্দুদের বড় শত্রু। সেই তুলনায় মুসলিমরা অনেক হিন্দুর বন্ধু। একাত্তরে অনেক হিন্দুর জীবন বাঁচিয়েছেন মুসলিম প্রতিবেশী বা বন্ধুরা। তাই সকল মুসলিমকেই শত্রু ভাববেন না। ধর্ম-বর্ণ নির্বিশেষে যারা আপনাকে আঘাত করবে শুধু তাদের থেকেই সতর্ক থাকুন।

মনে রাখবেন, সবার উপরে দেশ। আমরা সবাই জাতি হিসেবে বাঙালি আর নাগরিক হিসেবে বাংলাদেশী। তারপর আমাদের যার যার আলাদা ধর্ম। সবার উপরে আছে মানবধর্ম। আমরা সবাই মানুষ। বাইরে থেকে আলাদা দেখা গেলেও আমাদের সবার গঠন একই। একই রকম রক্ত আমাদের শরীরে বইছে। রক্ত লাগলে কেউ হিন্দু-মুসলিম দেখে না। আমাদেরও উচিত সকল বিভেদ ভুলে এক হয়ে দেশের উন্নয়নে কাজ করা। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের এক হয়ে দেশকে একটা স্থিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর গতি নাই। দেব দুলাল গুহ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: সনাতনী রা প্রধান উপদেষ্টার সাথে বসেন না কেন? সমস্যার কথা খুলে বলেন।

২| ২২ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

কামাল১৮ বলেছেন: মুসলমানের হিন্দু বন্ধু থাকলে সে ভালো লোক,কিন্তু ভালো মুমিন না।এ বিষয়ে কোরানে নির্দেশ আছে;
৩ঃ২৮,১১৮
৪ঃ১৪৪
৫ঃ৫১
৯ঃ২৩,২৪,১১৩,১১৪

৩| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৩৬

মেঘনা বলেছেন: প্রধান উপদেষ্টা সনাতনী দের সাথে বসে না কেন ?
তাদের আট -দফা দাবি তো দেশ বিরোধী এজেন্ডা না।
তারা যদি বাংলাদেশে সাত পার্সেন্ট ও হয় তবুও তো এক কোটি মানুষ, পুরুষানুক্রমে বাঙলি।
ইউনুস কোন মহারাজা- শায়েনসা, এক কোটি মানুষের দাবি তার কানে ডুকে না

৪| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৫১

ক্লোন রাফা বলেছেন: হুম.... উপদেশমূলক পোষ্ট ভালো লাগলো ।ধন্যবাদ॥

কিন্তু আপনি মন্তব্যের উত্তর করেন না কেনো⁉️এতে মানুষ উৎসাহ হারিয়ে ফেলে পোষ্ট পড়ে মন্তব্য করতে! ব্লগ একটি চিন্তা ভাবনা আদান প্রদানের মাধ্যম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.