নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
খুব বড় মুখ করে বলেছিলাম (লিখেছিলাম) "শুধু একটা ডাক দেন, অসুস্থ শরীর নিয়েও সীমান্ত থেকে চলে আসবো"। কিন্তু আমি যেতে পারছি না বলে ক্ষমাপ্রার্থী। শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার আমাকে কর্মস্থল তথা লালমনিরহাটেই থাকতে নির্দেশ দিয়েছেন। কারো প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আজকাল সবকিছু মেনে নিতে শিখে গেছি। নিশ্চয়ই স্যার যা সিদ্ধান্ত নিয়েছেন তা আমার ভালোর জন্যই এবং তা শিরোধার্য।
২০১৭ সালেও একবার এমনটা হয়েছিলো। শহীদ মিনারের প্রোগ্রামে যাওয়ার জন্য প্রস্তুত থাকলেও আমাকে না নিয়েই চলে যান ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজের প্রিয় সহকর্মীগণ। সেই অভিমানে ফরিদপুরের বাড়িতে বসেই প্রথম আলো পত্রিকায় লিখে ফেলি "বিসিএস ছাড়া ক্যাডার নয়" শীর্ষক লেখাটি। পরের দিনই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে আত্তীকৃতদের জন্য আলাদা নীতিমালা করার নির্দেশ দেন মর্মে প্রথম আলোতেই রিপোর্ট করেন মোশতাক ভাই। তারপর শ্রদ্ধেয় শিক্ষাসচিব সোহরাব হোসাইন স্যারের হাত দিয়ে হয় 'আত্তীকরণ বিধিমালা-২০১৯"। ঘরে বসেই যদি এমন কিছু করা যায়, যা সর্বোচ্চ নীতিনির্ধারণীদের কানে পৌঁছায়, তাহলে সশরীরে না যাওয়ার কষ্ট লাঘব হয়, প্রয়োজনীয়তা ফুরায়।
আজও আমার সেই দিনের মতোই কষ্ট হচ্ছে। কিন্তু অভিমান করার মতো ছোট এখন আর আমি নেই। আমিও মোটামুটি সিনিয়র হয়ে গেছি। তাই শিক্ষা ক্যাডারের যারা আগামীকাল ঢাকায় মহাসমাবেশে থাকছেন, তাঁদের প্রতি বিশ্বাস ও আস্থা রাখছি। আশা করছি আপনারা এই দুর্যোগ থেকে আমাদের উদ্ধার করবেন। তবে কয়েকটা পরামর্শ দিতে চাই ছোট মুখে--
১. অবশ্যই অন্তত আগামীকালের কর্মস্থল ত্যাগসহ ছুটি নিয়ে যাবেন। ছুটির কাগজটা পকেটেই রাখবেন, যাতে কেউ চাইলে দেখাতে পারেন।
২. কথাবার্তায় সংযত আচরণ করবেন। কোনো বেফাঁস কথা বলা যাবে না। বিশেষ করে মিডিয়ার সামনে একেবারেই না। গুছিয়ে অল্প সময়ে টু দ্য পয়েন্টে বক্তব্য পেশ করতে হবে। যুক্তি দিয়ে কথা বলতে হবে। সাংবাদিকদেরকে যুক্তি দিয়ে বুঝিয়ে বলতে হবে। কোনো অবস্থাতেই উস্কানিতে ধরা দিয়ে উত্তেজিত হয়ে কিছু বলা বা করা যাবে না।
৩. এমন কিছু বলা বা করা যাবে না বা লেখা যাবে না যা চাকরিবিধি পরিপন্থি। আর কাউকে যেন বরখাস্ত করার সুযোগ না পায়।
৪. এত বিশাল একটা সমাবেশকে সুন্দরভাবে নিয়ন্ত্রণেও রাখতে হবে, যেন কোনো বিশৃংখলা না হয়। চেয়ারে বসা নিয়ে মারামারি ইত্যাদি হলে তা মিডিয়ার ক্যামেরায় ধরা পড়বে আর আমাদের আসল উদ্দেশ্য মাঠে মারা যাবে। আবার চিন্ময় কৃষ্ণ দাসের মতো কেস যেন না হয়। আপনার সমাবেশে কেউ এমন কিছু যেন না করে যা রাষ্ট্রদ্রোহীতা বা সরকারবিরোধীতা বা 'রুল অ্যান্ড রেগুলেশনস'-এর একেবারে ব্যাত্যয় হয়ে যায়।
৫. কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ সচিবালয়ে প্রবেশ করবেন না। পুলিশকে ম্যানেজ করেও না। একজন এখন এমন কিছু করলে গোটা আন্দোলন মাঠে মারা যাবে।
৬. শান্তিপূর্ণ সমাবেশ শেষে প্রয়োজনে প্রেসক্লাবের সামনে বা শাহবাগে বা শহীদ মিনারে মানববন্ধন করা যায়। একেবারেই অবস্থা বেগতিক হলে অনশনও করা যায়। কিন্তু সেই স্তর এখনও আসেনি। আপাতত শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশই যথেষ্ট।
৭. সমাবেশ শেষে আবার সবাই যথা সময়ে কর্মস্থলে ফিরে যাবেন। ইচ্ছা হলো, দুদিন ঢাকা ঘুরে যাই-- ভুলেও এটা করবেন না। সাবধান।
৮. সম্ভব হলে একটি প্রতিনিধি দল গিয়ে সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা মহোদয়, আসিফ নজরুল স্যার ও নাহিদ ইসলামের সাথে এ বিষয়ে আলাপ করতে পারেন। বিএনপির সাথেও আলাপ করা যায়। এই মুহূর্তে নির্বাচন হলে তারাই জিতবে। তাদের সমর্থন দরকার আছে। সকল পত্রিকা ও চ্যানেলের সম্পাদকদের সাথে না পারলেও অন্তত নিউজ এডিটরদের সাথে একটি দল গিয়ে আলাপ করুন। তাতে অনেক বড় হেল্প হবে। জুলাই আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড ফরহাদ মজহার। ইচ্ছা হলে তার সাথেও আলাপ করতে পারেন, তবে কতটুকু লাভ হবে তা বলতে পারবো না।
৯. লীগপন্থী কাউকে কাল সমাবেশে পেলে কিছু বইলেন না। এখন ঐক্যবদ্ধ থাকার সময়, ক্যাডার বাঁচানোর সময়। শনির দশা কাটলে প্রতিশোধ নেওয়ার বা অভিযোগ তোলার সময় পাবেন।
১০. যারা সাময়িক বরখাস্ত হয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা। তবে এই মুহূর্তে এ নিয়ে করার কিছু নাই। শোকজ দিলে পরামর্শ দিতে পারতাম জবাব কীভাবে লিখবেন, কিন্তু শোকজ তো দেয়নি! আপনারা আদালতে যেতে পারেন। তবে তাতেও কাজ হবে বলে মনে হয় না আপাতত।
সবার জন্য শুভকামনা।
জয়তু ৩৫।
২| ০৩ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৮
আমি সাজিদ বলেছেন: আপনি কি এই মহাসমাবেশ থেকে বড় কিছু আশা করেন? ফেসবুকে এইগুলো লেখলে নাকি শোকজ খেতে হচ্ছে এখনও?
৩| ০৩ রা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: ফলাফল শূণ্য।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ২:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি নিজ অবস্হান নিরাপদ রেখে
অন্যকে পরামর্শ দিচ্ছেন
এটা কি শোভনীয় ???