নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পের ধমকে অবৈধদের ফিরিয়ে নিতে বাধ্য হলেন মোদি?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১২


প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে অবৈধ অভিবাসীদেরকে ফিরিয়ে নিচ্ছে ভারত। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। অবৈধদের রাখার জন্য কাচুমাচু করে অনুরোধ করায় ইজ্জত নেই। ইজ্জত আছে অবৈধদের ভালোয় ভালোয় ফিরিয়ে নেওয়াতেই। কেননা অনুরোধের প্রেক্ষিতে ফিরিয়ে না নিলে আটক করে হাজতে ভরলে ইজ্জত আরও যাবে। এটা কোনো কূটনৈতিক ব্যর্থতা নয়। এটা শিষ্ঠাচার। অথচ কিছু বাঙ্গু মিডিয়া শিরোনাম করবে, "ট্রাম্পের ধমকে ভারতীয়দের ফিরিয়ে নিতে বাধ্য হলেন মোদি, কান্নার রোল ভারতে"!
.
আজ মোদি-ট্রাম্প সংবাদ সম্মেলনে PTI এর সাংবাদিকের প্রশ্নের জবাবে নরেন্দ্র মোদি বললেন, "প্রশ্নটা শুধু ভারতের সঙ্গে সম্পর্কিত নয়, বৈশ্বিক দিক থেকে আমি এটা মানি যে (যারা অবৈধ অভিবাসী) যারা বেআইনি প্রক্রিয়ায় অন্য দেশে থাকে, তাদের তো সেখানে থাকার কোনো বৈধ অনুমতি নেই, তাই না? আমরা সবসময় বলেছি, যারা আসলেই ভারতের ভেরিফাইড নাগরিক, তারা যদি বেআইনিভাবে আমেরিকায় থেকে থাকে, ভারত (তাদেরকে ফিরিয়ে নিতে) প্রস্তুত। কিন্তু কথা আমাদের জন্য এখানেই থেমে যায় না। তারা (অবৈধ অভিবাসীরা) অবস্থাসম্পন্ন নয় এমন পরিবারের সন্তান হয়ে থাকে আর তাদেরকে বড় বড় স্বপ্ন দেখানো হয়। তাদেরকে ভুল বুঝিয়ে এখানে আনা হয়। তাই আমাদের উচিত হিউম্যান ট্রাফিকিংয়ের গোটা ইকোসিস্টেম নিয়ে কাজ করা"।
.
তাহলে এখন প্রশ্ন জাগতেই পারে মনে, শাহরুখ খানের 'ডানকি' ছবিটা কি ব্যান করে দিবেন মোদি? এতে তো অবৈধভাবে ইউরোপ-আমেরিকায় যাওয়ায় একরকম উৎসাহই দেওয়া হয়েছে!
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মানসিক অবস্থা কেমন? সব কিছু ঠিকঠাক?

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৩৭

কামাল১৮ বলেছেন: অবৈধ ভাবে থাকা মোদিও সমর্ন করে না।বৈধ ভাবেই ভারতিয়রা সারা বিশ্বে বসবাস করছে।কোন কোন দেশে মেজরিটি হয়ে গেছে।ট্রাম্প প্রশাশনে বেশ কয়েকজন ভারতিয় বংশদ্ভুূত আছে।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: ট্রাম্প যা করবে, নিজের দেশের ভালোর জন্যই করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.