|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
 
 
নিজের ক্যাম্পাসে দ্রুত হাঁটার সময় ওড়নাটা একটু সরে যাওয়ার অপরাধে ছাত্রীকে ওড়না ঠিক করতে বলার কথা নিজেই স্বীকার করলো ঢাবির এই কর্মচারী! স্বীকার করলো পরিচয় জানতে চাইলে ভূয়া পরিচয় দিয়েছে! রোজা রেখে মিথ্যা বললে রোজা কি হালকা হয়ে যায় না? আরে মিয়া আগে নিজের আমল ঠিক করো, তারপর অন্যকে ছবক দাও। মামলা খেয়ে জেলে গিয়ে এমনভাবে কথা বলছে এখন, যেন ভাজা মাছটা উলটে খেতে জানে না! 
একজন ছাত্রী দুপুরবেলা নিজের ক্যাম্পাসে সালোয়ার-কামিজ পরে হাঁটছিলো, ওড়নাটা কিছুটা সরে গিয়েছিলো হয়তো। যেতেই পারে, হাঁটতে গেলে কিছুটা সরে যেতেই পারে। এটা ইচ্ছাকৃত নয়। ওড়না ছাড়া ফতুয়া বা টিশার্ট পরে হাঁটাও অপরাধ নয়। সেখানে এই মেয়েটি ভদ্র মার্জিত পোশাকই পরেছিলো। তবুও তুমি তাকে হ্যারাজ করেছো। তুমি তাকে ওড়না ঠিক করতে বলা মানে তাকে লজ্জা দেওয়া, হ্যানস্তা করা। তুমি যে গেঞ্জি-প্যান্ট পরো, প্যান্টটা ফুলে থাকলে কি কোনো মেয়ে বলে "ভাইয়া, প্যান্টে ওড়না লাগান"? এটা কি সভ্য সমাজে বলা যায়? তোমার নিজের বোনই তো ওড়না গলায় পরে, বুক পুরোপুরি ঢাকে না! তাকে কি তুমি শাসন করো? (ছবি কমেন্টে)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা মাদ্রাসায় পড়ে না যে তাদেরকে সারাক্ষণ বোরকা পরে চলতে হবে। তারা ইচ্ছা হলে সালোয়ার-কামিজ পরবে, ইচ্ছা হলে শাড়ি পরবে, ইচ্ছা হলে ওয়েস্টার্ন ড্রেসও পরবে। আবার কারো ইচ্ছা হলে বোরকাও পরবে। তুমি সামান্য এক কর্মচারী হয়ে বলে দিতে পারো না কে কি পোশাক পরবে। বিশ্ববিদ্যালয় তোমাকে এ দায়িত্ব দেয় নাই। তুমি লাইব্রেরিতে কাজ করো, সে কাজটাই মন দিয়ে করা উচিত ছিলো। অথচ মনে হচ্ছে তুমি সেখানেও মেয়েদের দিকে কুদৃষ্টি দাও, এভাবে হ্যারাজ করো!
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, চেন্নাইয়ের সেই মেয়েটির বোরকা পরার স্বাধীনতা চেয়ে আন্দোলনের মতো এবার বোরকা না পরার স্বাধীনতার জন্য আন্দোলন আসন্ন। আজ সালোয়ার-কামিজে অশালীনতা পেয়েছে, কাল শাড়িতেও যে পাবে না, তার কি গ্যারান্টি?
বিস্তারিত: https://www.facebook.com/share/v/156iDzAggo/
 ১৪ টি
    	১৪ টি    	 +০/-০
    	+০/-০২|  ০৬ ই মার্চ, ২০২৫  ভোর ৬:০৪
০৬ ই মার্চ, ২০২৫  ভোর ৬:০৪
কাঁউটাল বলেছেন: ওড়না ঠিক করতে বলছে, ইভ টিজিং তো করে নাই। 
দেব দুলাল গুহরা চায় মেয়েদের পোষাক কমিয়ে তাদেরকে আরও বেশী পন্য বানিয়ে ফেলতে। এইজন্য এদের এত চুলকায়।
৩|  ০৬ ই মার্চ, ২০২৫  ভোর ৬:৫২
০৬ ই মার্চ, ২০২৫  ভোর ৬:৫২
অগ্নিবাবা বলেছেন: নিপুন মাষ্টার শুনেছি আপনি একজন হিন্দু, আপনি মুর্তিপুজা করেন। ৯০ পারসেন্ট মুসলমানদের দেশে আপনি শিরক করছেন, সত্য ধর্মকে অস্বীকার করছেন, বার বার দাওয়াত দেওয়া সত্ত্বেও আপনি শান্তির ধর্ম ইসলাম কবুল করছেন না। তারপরে আপনি আবার ইসলামের পর্দা নিয়ে কটাক্ষ করে পোস্ট দিচ্ছেন, আপনার সাহস তো কম না?  বাংলাদেশের মুমিনরা অনেক সহ্য করছে, আর না। ঘরে ঘরে কোরানের বানী পৌঁছে গেছে। আল্লাহ এরশাদ করিয়েছেন। 
SAHIH INTERNATIONAL
And fight them until there is no fitnah and (until) the religion, all of it, is for Allah . And if they cease – then indeed, Allah is Seeing of what they do.
MUHIUDDIN KHAN
আর তাদের সাথে যুদ্ধ করতে থাক যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায়; এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয়ে যায়, তবে আল্লাহ তাদের কার্যকলাপ লক্ষ্য করেন।
কোরআন ৮/৩৯
সূনান আত তিরমিজী (তাহকীককৃত)
৩৮/ ঈমান
পরিচ্ছেদঃ ২. আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা “লা-ইলা-হা ইল্লাল্লা-হ’ বলবে এবং নামায আদায় করবে
২৬০৮। আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে যে, আল্লাহ তা’আলা ব্যতীত আর কোন প্ৰভু নেই এবং মুহাম্মাদ আল্লাহ তা’আলার বান্দা ও তার রাসূল এবং আমাদের কিবলামুখী হয়ে নামায আদায় করবে, আমাদের যবেহকৃত পশুর গোশত খাবে এবং আমাদের মতো নামায আদায় করবে। তারা এগুলো করলে তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে। কিন্তু ইসলামের অধিকারের বিষয়টি ভিন্ন। মুসলিমদের প্রাপ্য সুযোগ-সুবিধা তারাও পাবে এবং মুসলিমদের উপর অর্পিত দায়-দায়িত্ব তাদের উপরও বর্তাবে।
সহীহঃ সহীহাহ (৩০৩) ও (১/১৫২), সহীহ আবূ দাউদ (২৩৭৪), বুখারী অনুরূপ।
মুআয ইবনু জাবাল ও আবূ হুরাইরাহ (রাযিঃ) হতেও এই অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এই হাদীসটি হাসান সহীহ এবং উপরোক্ত সূত্রে গারীব। ইয়াহইয়া (রাহঃ) হুমাইদ হতে, তিনি আনাস (রাযিঃ)-এর সূত্রে একই রকম হাদীস বর্ণনা করেছেন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
৪|  ০৬ ই মার্চ, ২০২৫  সকাল ৭:০৪
০৬ ই মার্চ, ২০২৫  সকাল ৭:০৪
কামাল১৮ বলেছেন: অগ্নিুবাবারা ভয়ানক সাম্প্রদায়িক। তারা চায় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে।
৫|  ০৬ ই মার্চ, ২০২৫  সকাল ৮:৩৯
০৬ ই মার্চ, ২০২৫  সকাল ৮:৩৯
রাসেল বলেছেন: সমাজে বসবাস করে আমরা আমাদের নাগরিক দায়িত্ব মনে করে, অপরের ভাল বিবেচনা করে ভুলত্রুটি সংশোধনের জন্য পরামর্শ দিতে পারি, তবে বাধ্য করতে পারি না।
আল কোরআনের সুরা ১০৯ঃ৬ এ বলা আছে “লাকুম দিনুকুম ওয়ালিইয়াদিন”- “যার যার ধর্ম তার তার কাছে।” তবে অপরের মঙ্গল বিবেচনা করে ধর্মে আহবান করা আমাদের ধর্মীয় দায়িত্ব।
৬|  ০৬ ই মার্চ, ২০২৫  সকাল ৯:২৩
০৬ ই মার্চ, ২০২৫  সকাল ৯:২৩
অগ্নিবাবা বলেছেন: আল্লাহর কথা,
দ্বীনে কোন জোর প্রয়োগ নেই। হেদায়েতের পথ গুমরাহী থেকে আলাদা স্পষ্ট প্রতিভাত হয়ে উঠেছে।
( সূরা বাকারাঃ ২৫৬ )
দহাক, সুদ্দী, সুলায়মান ইবনে মৃসা বলেছেন, এই আয়াতটি মনসূখ হয়ে গেছে এ আয়াতটি দ্বারাঃ
হে নবী! তুমি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ কর। (সূরা তওবাঃ ৭৩)
এবং এ আয়াতটি দ্বারাঃ
অতএব তোমরা মুশরিকদের হত্যা কর। (সূরা আত্-তওবাঃ ৫)
৭|  ০৬ ই মার্চ, ২০২৫  সকাল ১০:২৩
০৬ ই মার্চ, ২০২৫  সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা বলে আজ দেশের এই অধপতন।
৮|  ০৬ ই মার্চ, ২০২৫  সকাল ১০:৪৫
০৬ ই মার্চ, ২০২৫  সকাল ১০:৪৫
তানবির আহমেদ বলেছেন: @ রাজীব নূর - আপনার আপা তো সর্বদা বাংলাদেশ ও তার জনগণ এর ভালো চায়। তাকে একটু বলেন প্লিজ, পার্শবর্তী দেশ থেকে দোয়া করে দেশের এই অধঃপতন ঠেকিয়ে দিতে। আমরা জানি, তার দোয়া আর আমলের জোর অনেক বেশি। এতটাঈ যে, ঝড়ের গতিপথ পর্যন্ত বদলে যায়।
৯|  ০৬ ই মার্চ, ২০২৫  সকাল ১১:০৬
০৬ ই মার্চ, ২০২৫  সকাল ১১:০৬
তানভির জুমার বলেছেন: মিথ্যাচার পোস্ট।
১০|  ০৬ ই মার্চ, ২০২৫  সকাল ১১:৩৬
০৬ ই মার্চ, ২০২৫  সকাল ১১:৩৬
অগ্নিবাবা বলেছেন: সরি ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করি দ্যান, ভুলে গেছিলাম সবাই রোজা রেখেছেন। হিন্দু মুসলমান দাঙ্গা কিছুদিন পরে থেকেই শুরু করেন। এখন খালি পেটে মারামারি করে মজা পাবেন না।
১১|  ০৬ ই মার্চ, ২০২৫  দুপুর ১:০৯
০৬ ই মার্চ, ২০২৫  দুপুর ১:০৯
সৈয়দ কুতুব বলেছেন: এই লোক নিজেই দাঈ! অন্যকে কেন সবক দিচ্ছে?  তাছাড়া একটা ভিডিও ভাইরাল হয়েছে সবাই দেখে আসতে পারেন। https://www.facebook.com/share/p/1ADJMaJFd2/  
১২|  ০৬ ই মার্চ, ২০২৫  দুপুর ১:৩০
০৬ ই মার্চ, ২০২৫  দুপুর ১:৩০
সৈয়দ কুতুব বলেছেন: দাঈ নয় দাইয়ুস হবে *
১৩|  ০৬ ই মার্চ, ২০২৫  বিকাল ৩:৫৯
০৬ ই মার্চ, ২০২৫  বিকাল ৩:৫৯
নতুন বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা মাদ্রাসায় পড়ে না যে তাদেরকে সারাক্ষণ বোরকা পরে চলতে হবে। তারা ইচ্ছা হলে সালোয়ার-কামিজ পরবে, ইচ্ছা হলে শাড়ি পরবে, ইচ্ছা হলে ওয়েস্টার্ন ড্রেসও পরবে। আবার কারো ইচ্ছা হলে বোরকাও পরবে। তুমি সামান্য এক কর্মচারী হয়ে বলে দিতে পারো না কে কি পোশাক পরবে। বিশ্ববিদ্যালয় তোমাকে এ দায়িত্ব দেয় নাই। তুমি লাইব্রেরিতে কাজ করো, সে কাজটাই মন দিয়ে করা উচিত ছিলো। অথচ মনে হচ্ছে তুমি সেখানেও মেয়েদের দিকে কুদৃষ্টি দাও, এভাবে হ্যারাজ করো! 
পোলাপাইন ব্রেনওয়াস্ড হয় ওয়াজ শুনে শুনে।
১৪|  ০৭ ই মার্চ, ২০২৫  ভোর ৬:৪১
০৭ ই মার্চ, ২০২৫  ভোর ৬:৪১
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি। 
৭ই মার্চ অমর হোক। 
জয়বাংলা !!!
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০২৫  ভোর ৬:০৩
০৬ ই মার্চ, ২০২৫  ভোর ৬:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশটা আফগান হতে আর কত বাকি?
আর কত দেরী?