নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান আর চালাক হলো না!

২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৬


ওরা আগেও বলদ ছিলো, এখনও আছে। এই বক্তব্যর পর ভারত এখন আরও জোর গলায় বলবে যে কাশ্মীরের সাম্প্রতিক হামলা পাকিস্তানের ইন্ধনেই হয়েছে এবং ফুল ফোর্স নিয়ে স্ট্রাইকে গিয়ে কাশ্মীরকে গাজা বানিয়ে ফেললেও সারাবিশ্ব বলবে, "ঠিকই তো আছে, তোমরা না কাশ্মীর থেকে ভারতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলে? তোমরাই তো আগে হামলা করেছো। পালটা আঘাতে যুদ্ধে তোমরা হেরে গেছো। এখন কেন আমাদের বিরক্ত করছো?"

একাত্তরেও এমনটা হয়েছিলো। বাংলাদেশের সাথে যুদ্ধের মাঝেই ভারতে হামলা করে বসে পাকিস্তান। যার ফল মাত্র ১১ দিনে মিত্রবাহিনীর কাছে, ৯৩ হাজার পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণ। ওরা যতবার যুদ্ধ করেছে ভারতের বিরুদ্ধে, একবারও জিততে পারেনি। তবুও বারবার বড় বড় ফাঁকা আওয়াজ দেয়। তারপর যুদ্ধে টিকতে না পেরে নিরীহ কিছু মানুষকে সামনে এগিয়ে দিয়ে দুনিয়াকে দেখাবে-- দেখো ওরা কত খারাপ! এভাবেই চলছে।

ভারতের সামরিক শক্তি সম্পর্কে তারা খুব ভালো করেই জানে। এটাও জানে যে অন্য যেকোনো সময়ের চেয়ে তারা এখন শক্তিশালী। তাদের সাথে আমেরিকা, ইসরায়েল, রাশিয়াসহ বিশ্বের সব পরাশক্তি আছে। এমনকি চীনও বিভিন্ন চুক্তিতে আবদ্ধ, কিছুদিন আগেই এক দিনে প্রায় ৮০ হাজার ভারতীয়কে ভিসা দিয়েছে চীন। কাজেই, এই যুদ্ধে পাকিস্তান চীন দূরে থাক, কাউকেই পাশে পাবে না। বাংলাদেশের ফেসবুক বেইজড ছাগুসেনাদের দৌঁড় কত দূর তাও তারা জানে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত বাজে। তবুও এমন আওয়াজ তারা দেয়। এটা নতুন কিছু নয়। তবে এমন আওয়াজ মাঝে মাঝে দিলে আমরা মুক্তিযুদ্ধের চেতনার মানুষরাও শত্রু-মিত্র চিনতে পারি। সেজন্য তাদেরকে ধন্যবাদ।

বিস্তারিত:
https://www.dhakapost.com/international/341897


ঢাকায় বসে কষা হয়েছে কাশ্মীরের হামলার ছক? https://www.facebook.com/share/v/1ATnvjJnVi/

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৬

ঊণকৌটী বলেছেন: একটা জিনিস জানতে চাই, হাসিনা বা বাংলাদেশের বিভিন্ন দল বলে ভারত কে উজাড় করে দিয়েছে কি কি দিয়েছে ? তা আর এখন সম্প্রতি জানতে পারছি ভারত কি দিয়েছে |ভারত প্রতি বছরই অর্থনৈতিক একটা বাজেট রাখে বাংলাদেশের জন্য, কিন্তু বাংলাদেশ কি কি সাহায্য করেছে পরিসংখ্যান দিলে জানতে পারবো কারণ সবাই বলে ভারত চুষে খাচ্ছে তো কি কি খাচ্ছে তা তো সবারই উচিত |

২| ২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৯

ঊণকৌটী বলেছেন: ইন্দিরা গান্ধী অনেক ভুল করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় ভুল 1971 ! কোন দরকার ছিলো না |

৩| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:০৯

কামাল১৮ বলেছেন: @ঊণকৌটী,৭১ ভারতের সমর্থন করা ঠিকছিলো কিন্তু বাংগালির পক্ষ হয়ে যুদ্ধ না করলে অন্য রকম বাংলাদেশ হতো।সেটা হতো প্রগতিশীল বাংলাদেশ।

৪| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:১১

কামাল১৮ বলেছেন: বাড়ি ধ্বংসকরা সমর্থন করি না।

৫| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:৩০

ঊণকৌটী বলেছেন: কিসের বাড়ি বলছেন ?

৬| ২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১:০৫

আমি নই বলেছেন: ঊণকৌটী বলেছেন: একটা জিনিস জানতে চাই, হাসিনা বা বাংলাদেশের বিভিন্ন দল বলে ভারত কে উজাড় করে দিয়েছে কি কি দিয়েছে ? তা আর এখন সম্প্রতি জানতে পারছি ভারত কি দিয়েছে |ভারত প্রতি বছরই অর্থনৈতিক একটা বাজেট রাখে বাংলাদেশের জন্য, কিন্তু বাংলাদেশ কি কি সাহায্য করেছে পরিসংখ্যান দিলে জানতে পারবো কারণ সবাই বলে ভারত চুষে খাচ্ছে তো কি কি খাচ্ছে তা তো সবারই উচিত |

আপনি এত উতলা হচ্ছেন কেন? দেশটা আমাদের কিন্তু চিন্তায় আপনাদেরতো হাই প্রেশার ধরে যাচ্ছে।

ভারত মহা ক্ষমতাবান, ৩য় অর্থনিতি হবে এই সকল বাল-ছাল আমাদের শোনানোর দরকার কি? শোনাচ্ছেন তার মানে কিছুতো একটা হয়েছে, আর সেটা হারানোর জন্যেই হয়েছে। হাসিনা বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে, সুতরাং পরিসংখ্যান চাইতে হলে উনার কাছেই চান উনিতো আপনাদের কাছেই আছেন। ব্লগে ল্যাদানোর দরকার কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.