নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

ভারত কি বাংলাদেশকে ভাতে-পানিতে মারতে চাইছে?

১৮ ই মে, ২০২৫ রাত ১০:১৩



একটা টাকা খরচ না করেও সহজেই ভাতে-পানিতে মারা গেলে লাখ টাকার মিসাইল মারার কী দরকার?

পাকিস্তানের মতো বাংলাদেশের প্রধান নদীগুলিও ভারতের ভেতর দিয়ে আসে। সেখানে পানি আটকে দিলে আমাদের অবস্থাও থরের মরুভূমির মতো হবে। পানি ছেড়ে দিলে বন্যায় তলিয়ে যাব। বেশিদিন বেশি বেশি পানি ছাড়লে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সাগরে তলিয়ে যাবে৷ গঙ্গা পানিচুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। তারপর?

এই বছরই চুক্তি ভাঙার যথেষ্ট অযুহাত আছে ভারতের হাতে। পাকিস্তানের মতো ভারতবিদ্বেষের কারণ দেখিয়ে বা নিরাপত্তার কারণ দেখিয়ে গভীর রাতে পানি ছেড়ে দিতে পারে আবারও। কিছুই করার নাই। আমাদের তো আটকে রাখার সামর্থ্য নাই। ওরা উজানের দেশ, বিশাল আয়তনের ও প্রভাবশালী দেশ, বাড়তি সুবিধা তো পাবেই!

আর রপ্তানি-ট্রানশিপমেন্ট তো বন্ধ করলই! ভারত থেকে এবার নিত্যপ্রয়োজনীয় পণ্যাদি আমদানি বন্ধ হয়ে গেলে অতিরিক্ত খরচ করে পাকিস্তান, আমেরিকা, কানাডা, ব্রাজিল থেকে আনবেন? দ্রব্যমূল্য কোথায় গিয়ে ঠেকবে?

দুর্ভিক্ষ আসছে। প্রস্তুত হোন!
প্রতিবেশী প্রভাবশালী দেশের সাথে বন্ধুত্ব রেখেই টেকসই উন্নতি সম্ভব। এ কথা বললেই আমি ভারতের দালাল হয়ে যাই! অথচ আপনারা বুঝেন না যে আমি বাংলাদেশের ভালো চাই। পরাক্রমশালী প্রতিবেশী রাশিয়ার সাথে পশ্চিমা ইন্ধনে যুদ্ধ করে ইউক্রেনের পরিণতি সামনেই আছে। আপনারাই ঠিক করুন নিজেদের ভবিষ্যত! ভারতের সাথে প্রয়োজনীয় সদ্ভাব রেখে চলা বাদে অন্য কোনো উপায় থাকলে সেই উপায়ে পারলে দেশটাকে বাঁচান।

সামনে খুব খারাপ দিন আসছে। আপনাদের গজওয়াতুল হিন্দের স্বপ্ন আমাদের দেশটাকে পাকিস্তান বানিয়ে না ফেলে! পাকিস্তানের আর্থসামাজিক অবস্থা দেখেছেন তো? তাদের অর্থনীতির অবস্থা কেমন একটু গুগল করে দেখুন। ইউটিউবে সার্চ করে তাদের রাস্তাঘাটের অবস্থা দেখুন, মানুষ কী যানবাহন চালায়, ঘরবাড়ির চেহারা কি? আমরা কি এগিয়ে আছি না পিছিয়ে? আরও এগিয়ে যেত্ব চাই নাকি পিছিয়ে? এসব নিয়ে ভাবার সময় এখনই। দেব দুলাল গুহ।

https://www.channel24bd.tv/countries/article/267357/স্থলপথে-রপ্তানিতে-ভারতের-নিষেধাজ্ঞা:-বেনাপোলে-আটকে-গেল-৩৬-ট্রাক-গার্মেন্টস-পণ্য?fbclid=IwY2xjawKW5qBleHRuA2FlbQIxMQABHp5Bi_z4etj9DLelzXB2RJaGHN-9q4BjlQl-XdmbLJJgKQLREgYWDb5DvM05_aem_T0g8kBpe8zRVwpNVDFKVoA

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২৫ রাত ১০:১৬

সৈয়দ কুতুব বলেছেন: আপনার ভাত পানির ব্যবস্থা হলেই হলো। বাকিদের চিন্তা বাদ দেন।

২| ১৮ ই মে, ২০২৫ রাত ১১:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: দেখা যাবে সামনে, আজকের পরে কি ঘটবে যখন জানি না তবে তা নিয়ে চিন্তা করেও লাভ নেই।

৩| ১৮ ই মে, ২০২৫ রাত ১১:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারতকে বলেন ওরা যেন আমাদের ভাতে বা পানিতে না মারে। আপনার কথা শুনতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.