নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

ভারতের উপর ৫০% ট্যারিফ আমেরিকার: রাহুল গান্ধীর চাল?

০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:১১


যতই ক্ষেপানো হোক, রাহুল গান্ধী আর কাঁচা নেই, তিনি পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে উঠছেন! তাঁর কাছে এবার ধরাশায়ী ভারতের প্রধানমন্ত্রী খোদ নরেন্দ্র মোদি! সংসদে তিনি সরাসরি মোদিজিকে উদ্দেশ্য করে বলেন, যদি সত্যিই ট্রাম্পের কথায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ থামিয়ে না থাকে, তাহলে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিজেই দাঁড়িয়ে বলুন যে ট্রাম্প মিথ্যাবাদী!

ব্যাস, এতেই কাজ হয়ে গেলো! মোদিজি দাঁড়িয়ে বললেন, ট্রাম্প না, ফোনটা করেছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি জানিয়েছিলেন, পাকিস্তান অনেক বড় কোনো হামলার (খুব সম্ভবত নিউক্লিয়ার) পরিকল্পনা করছে। তিনি আরও জানান, বিশ্বের আর কোনো রাষ্ট্রপ্রধানই তাঁকে 'সিজফায়ার' করার জন্য ফোন করেননি।

এমনিতেই আমরা সবাই জানি ট্রাম্প কখন কোন সিদ্ধান্ত নেন, তা আগে থেকে কেউই বলতে পারে না। এবারও তাই হলো। এতোদিন বারবার ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর দাবি করে আসা ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে গিয়ে ভারতের উপর আরও অতিরিক্ত ২৫% ট্যারিফ আরোপ করে বসলেন! সব মিলিয়ে এবার শুল্ক দাঁড়ালো ৫০%!

ভারত মূলত এই বাড়তি ট্যারিফ গুনতে যাচ্ছে ইরান ও রাশিয়া থেকে অল্পদামে অপরিশোধিত তেল কেনার কারণে। রাশিয়া ও ইরান থেকে তেল কিনে তা পরিশোধন করে ভারত ইউরোপীয় ইউনিয়নে বিক্রি করে লাভটা রেখে ক্রয়ের টাকাটা রাশিয়া ও ইরানকে দিয়ে দেয়। এই বিষয়টাই কাল হলো ভারতের তথা নরেন্দ্র মোদির!

বাংলাদেশে উভ্যুত্থানের পর অনেকে বলছিলো, একইভাবে ভারতেও বিপ্লব ঘটানোর তথা মোদির সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে ডিপ স্টেট! সেই খেলাটা শুরু হবে এখন। সাধারণ জনতা এই বাড়তি ট্যারিফের বোঝা সইতে না পারলে রাস্তায় নামবে। কংগ্রেস ও অন্য দলগুলো এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগাবে গদি থেকে অমিত শাহ-নরেন্দ্র মোদিদের নামাতে।

তবে শেষ খবরে জানা গেছে, চীন ও রাশিয়ার সঙ্গে নতুনভাবে জোটবদ্ধ হতে চাইছে ভারত। সে উদ্দেশ্যে শীঘ্রই সফর শুরু করবেন মোদি।

দেখুন জীবন কতটা অনিশ্চিত! আমেরিকার ভোটের আগে ও পরে ট্রাম্পের সাথে কত মাখামাখি এই বিজেপির, নির্বাচনে জিতে আমেরিকায় নাগরিক সংবর্ধনায় কত প্রশংসাই না করেছিলেন ট্রাম্প আর মোদি একে অন্যের! ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স নিজেই ভারতীয় বংশদ্ভূত মেয়েকে বিয়ে করেছেন, যিনি কিনা আর,এস,এস নেতার ভাতিজি! আমেরিকার গোয়েন্দা প্রধান এখন ইস্কনভক্ত তুলসী গ্যাবার্ড! অথচ এই মিত্রতা ছয় মাসও টিকলো না! এরই মাঝে দুজনের মাঝে বন্ধুত্বে ফাটল ধরলো! যেখানে শুল্ক অনেকটাই তুলে নেওয়ার কথা বৃটেনের মতো, সেখানে এত বাড়তি শুল্ক আরোপ করে বসলো আমেরিকা!

এই দিন আসবে জানলে কি ভারতীয়রা একচাপা ট্রাম্পকে ভোট দিতেন? কে জানে? হয়তো তিনি জিতলে এত সূক্ষ্মভাবে তাঁকে ক্ষেপিয়ে দেয়া যাবে ভেবে কংগ্রেসের সমর্থকরাও তাঁকে ভোট দিয়েছেন! গত কয়েক মাস ধরে ঘনঘন রাহুলের লন্ডন তথা পশ্চিমযাত্রার কারণটাও কি স্পষ্ট হচ্ছে এবার?

এখন দেখার বিষয়, ভারত-চীন-রাশিয়ার এই বন্ধুত্ব তথা এশিয়ার ত্রিরত্ন পশ্চিমের এই রক্তচক্ষু উপেক্ষা করে টিকে থাকতে পারে কিনা।
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২০

কামাল১৮ বলেছেন: টিকে থাকতে নাপারার কারন নাই।সেই সাথে আরো অনেক দেশ আছে।যারা পশ্চিম দ্বারা শোষিত।ন্যাটোর বাইরে এটা আরেকটা জোট।ব্রিকস

২| ০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫৯

কাঁউটাল বলেছেন: B-) B-) B-)

৩| ০৭ ই আগস্ট, ২০২৫ রাত ১২:০৯

সৈয়দ কুতুব বলেছেন: ভারত কি করে সেটা এখন দেখার বিষয়।

৪| ০৭ ই আগস্ট, ২০২৫ ভোর ৪:৩৩

রবিন_২০২০ বলেছেন: লেখাটা ভালো হয়েছে। আপনার উন্নতি লক্ষণীয়।

৫| ০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই।

৬| ০৭ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গুজরাটের কসাই মোদী বিদায় নিলে সব ঠিক হয়ে যাবে।

৭| ০৭ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: কামাল১৮ বলেছেন: টিকে থাকতে নাপারার কারন নাই।সেই সাথে আরো অনেক দেশ আছে।যারা পশ্চিম দ্বারা শোষিত।ন্যাটোর বাইরে এটা আরেকটা জোট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.